কোল ইন্ডিয়া কয়লা উৎপাদনে পিছিয়ে থাকলেও বিসিসিএল রেকর্ড কয়লা উৎপাদন করল

Written by SNS April 3, 2024 1:26 pm

অজয় মুখোপাধ্যায়, ধানবাদ, ২ এপ্রিল— এক সময় বিসিসিএল ক্ষতির বোঝা নিয়ে চলছিল৷ বিসিসিএল এ সিএমডি সমীরন দত্ত আসার পর কোম্পানির চেহারাটা বদলাতে শুরু করে৷ কোম্পানি কে প্রথমে লাভের মুখ দেখায়৷ কর্মচারীদের প্রতি মাসে খাতায় মাইনে ডুকতে থাকে৷ এর পর কোম্পানিকে লাভের মুখ দেখিয়ে ইতিহাস গডে়৷ এর পর ধীরে ধীরে কোম্পানি আরও উন্নতির পথে অগ্রসর হতে থাকে৷ এমনটাই সকলের বক্তব্য৷ এবছর কোম্পানি ২০২৩-২৪ এর আর্থিক বছরে ৪১ মিলিয়ন টন এর উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মোট ৪১.১০ মিলিয়ন টন কয়লা উৎপাদন করে রেকর্ড তৈরি করল৷ অন্য সূত্রে জানা যায়, কোল ইন্ডিয়া তার লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে৷

এ বছর ২০২৩-২৪ এর আর্টিক বছরে ৭৮০.২০ মিলিয়ন টন এর লক্ষ্য মাত্রা নিয়ে মোট ৭৭৩.৬৩ মিলিয়ন টন কয়লা উৎপাদন করেছে৷ বিসিসিএল এর এই ঐতিহাসিক উৎপাদনের শ্রেয় কিন্ত্ত সিএমডি সমীরন দত্ত পুরো টিম কে দিয়েছেন৷ তিনি বলেন, এই সফলতার জন্য পুরো টিম এর কঠোর পরিশ্রম আছে৷ এছাড়াও তিনি বলেন, এই সফলতা সমস্ত টেক হোল্ডারদের জন্য সম্ভব হয়েছে৷

উল্লেখ্য, গত বছর ২০২২-২৩ এর আর্থিক বছরে কোম্পানি ৩৬.১৭ মিলিয়ন টন কয়লা উৎপাদন করেছিল৷ এছাড়াও ২০১৬-১৭ তে ৩৭.০৪ মিলিয়ন টন কয়লা উৎপাদন করে ছিল৷

এবছর বিসিসিএল ৫৫ রেক কয়লা ডেস্প্যাচ করেছে৷ এছাড়াও এক বছরে প্রথম বার ১৫২.৪০ মিলিয়ন কিউবিক মিটার অভার বার্ডেন (ওবি) সরিয়ে এক নুতন রেকর্ড করেছে উৎপাদনের সাথে সাথে কয়লা বিক্রিতে ১৮৬৭০ কোটি টাকার নেট সেলস রিএলাইজেশানে প্রাপ্ত করেছে৷ গত বছর ১৭২১১ কোটি করেছিল৷ যা গত বছরের তুলনায় এ বছর ৮.৫ শতাংশ বেশি৷

বিসিসিএল এর সিএমডি সমীরন দত্ত সমস্ত বিভাগের হেড দের নিয়ে কয়লা ভবনে একটি জরুরী বৈঠক করেন৷ এই বৈঠকে ডিরেক্টর পার্সোনাল মুরলী কৃষ্ণ রামাইয়া, ডিরেক্টর ফাইন্যান্স রাকেশ কুমার সহায়, টেকনিকেল ডিরেক্টর সঞ্জয় কুমার সিংহ সহ অনেকে উপস্থিত ছিলেন৷ সূত্র থেকে জানা যায়, বিসিসিএল এর এই সফলতার জন্য কয়লা মন্ত্রী প্রল্লাদ যোসী ও কোল ইন্ডিয়া র চেয়ারম্যান পি এম প্রসাদ শুভেচ্ছা জানিয়েছেন৷

বিসিসিএল এর ১২টি এরিয়ার মধ্যে বরোরা সর্বাধিক ৫.৪১৬ মিলিয়ন টন কয়লা উৎপাদন করেছে৷ ও ৫.২৮১ ডেস্প্যাচ করেছে৷