• facebook
  • twitter
Saturday, 17 January, 2026

ভারতের সীমান্তে চিনের নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি, গোয়েন্দাদের মধ্যে উদ্বেগ

গোয়েন্দারা উদ্বেগ প্রকাশ করছেন, কারণ এই ঘাঁটি সীমান্তবর্তী এলাকায় স্থাপিত হলে আকাশ ও ভূমি উভয় ক্ষেত্রেই ভারতীয় নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

সাম্প্রতিক সময়ে ভারত-চিন সম্পর্ক কিছুটা মসৃণ হওয়ায় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবু বাস্তবতায় চিনের আচরণ এখনও সন্দেহজনক। ভারতকে বন্ধু বলা সত্ত্বেও লাদাখ সীমান্তে ফের গোপন কার্যক্রম শুরু করেছে চিন।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ভারতের সীমান্ত থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে প্যাংগং হ্রদের পূর্ব তীরে চিন এক নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, সেখানে বিশাল বিমান প্রতিরক্ষা কমপ্লেক্স তৈরি করেছে চিনা সেনা। এই কমপ্লেক্সে রয়েছে কমান্ড সেন্টার, ব্যারাক, যানবাহন রাখার শেড, অস্ত্রাগার এবং রাডার ঘাঁটি।

Advertisement

এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র উপমহাদেশে বিশেষ উদ্বেগ তৈরি করছে। গোয়েন্দা সূত্র বলছে, এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ছাদ সরিয়ে ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার গাড়ি দিয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়। ভারতের কাছে এটি নতুন ধরণের ব্যবস্থা, কারণ এ ধরনের ঢাকনাযুক্ত উৎক্ষেপণ কেন্দ্র পূর্বে ভারতের সীমান্তে দেখা যায়নি। তবে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপগুলিতে বেজিং এর আগে এমন গোপন ঘাঁটি তৈরি করেছিল।

Advertisement

মার্কিন গবেষণা সংস্থা অলসোর্স অ্যানাসিলিস জানিয়েছে, এই কাঠামোগুলি সম্ভবত ২০০ কিলোমিটারের বেশি দূরত্বে টার্গেট ধ্বংস করতে সক্ষম চিনের দূরপাল্লার HQ-9 সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম রাখার জন্য তৈরি হচ্ছে। এটি HQ-9 হল চিনের অন্যতম প্রধান বিমান প্রতিরক্ষা অস্ত্র।

গবেষকরা আরও জানিয়েছেন, গার কাউন্টিতে আরও একটি অনুরূপ ঘাঁটি তৈরি হচ্ছে, যা নিয়ন্ত্রণ রেখার মাত্র ৬৫ কিলোমিটার দূরে, ভারতের সম্প্রতি আধুনিকীকৃত নিয়োমা বিমানঘাঁটির ঠিক বিপরীতে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ২৯ সেপ্টেম্বরের ছবিতে একাধিক উৎক্ষেপণ শেডের ছাদ আংশিক খোলা, যার নীচে লঞ্চার রাখা রয়েছে।

গোয়েন্দারা উদ্বেগ প্রকাশ করছেন, কারণ এই ঘাঁটি সীমান্তবর্তী এলাকায় স্থাপিত হলে আকাশ ও ভূমি উভয় ক্ষেত্রেই ভারতীয় নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

Advertisement