টার্গেট স্বাধীনতা দিবস। ছক কষছে মূল চক্রী উলফা আই। গত চারদিন ধরে অসম-অরুণাচল সীমানায় আচমকাই সক্রিয় হয়ে উঠেছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেন্ডেন্ট (উলফা-আই)। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ডিজিপি জি পি সিং। তিনি জানিয়েছেন, আমাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে। স্বাধীনতা দিবসের আগেই হামলার ছক কষছে এই জঙ্গি সংগঠনটি। তিনি দাবি করেছেন, রাজ্য পুলিশ, সেনা ও আধা সেনা সেই ছক বানচালে প্রস্তুত রয়েছে।
প্রসঙ্গত এর আগে অসমের ধেমজি কলেজে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটে। ২০০৪ সালে সেই জঙ্গি হামলায় ১৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
Advertisement
Advertisement
Advertisement



