সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিয়ে নতুন নিয়ম চালু করল জাতীয় মেডিক্যাল কমিশন। এবার থেকে আর বায়োমেট্রিক হাজিরা দিলে চলবে না চিকিৎসকদের। নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে আধার নির্ভর হাজিরা দিতে হবে তাঁদের। এই অ্যাপ মুখের উপর ভিত্তি করেই চিকিৎসকদের হাজিরা নেবে। ১ অক্টোবর থেকে হাজিরার পুরনো নিয়ম বাতিল করা হয়েছে বলে খবর।
এর আগে ‘ফেশিয়াল কিউআর’ কোড এবং বায়োমেট্রিক হাজিরা দিতেন চিকিৎসকরা। গত এপ্রিলে এনএমসি নতুন নিয়ম চালু করে। ‘ফেস বেসড আধার অথেনটিকেশন অ্যাপ’-এর মাধ্যমে হাজিরার কথা জানানো হয়। ১ মে থেকে দেশের সমস্ত সরকারি হাসপাতালগুলিতে এই নিয়ম চালু করা হয়। গত ২৬ সেপ্টেম্বর এনএমসির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে জানানো হয়, ১ অক্টোবর থেকে দেশের সরকারি হাসপাতালে হাজিরার পুরনো নিয়ম আর চলবে না। নতুন নিয়মেই হাজিরা দিতে হবে সকল চিকিৎসককে।
Advertisement
উল্লেখ্য, সরকারি হাসপাতালগুলিতে কিছু চিকিৎসকের উপস্থিতি নিয়ে বার বার অভিযোগ করা হয়। রোগীদের একাংশের অভিযোগ, কয়েকজন চিকিৎসক সরকারি হাসপাতালে রোগী না দেখে বেসরকারি চেম্বারে চিকিৎসা করেন। চিকিৎসকদের হাজিরা নিয়েও অনিয়মের অভিযোগ ওঠে। এবার সেই হাজিরার নিয়মেই বদল আনল এনএমসি। চিকিৎসক এবং কর্মীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনএমসি। আগে হাসপাতালের দেওয়ালে কিউআর কোড স্ক্যান করার যে প্রযুক্তি ছিল, তা সরানোর নির্দেশ দিয়েছে এনএমসি।
Advertisement
Advertisement



