• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দিল্লি বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগে ৪ চিকিৎসকের লাইসেন্স বাতিল

দিল্লির বিস্ফোরণের ঘটনার তদন্তে যে ৪ চিকিৎসকের নাম উঠে আসছে তাঁদের লাইসেন্স বাতিল করেছে জাতীয় মেডিক্যাল কমিশন।

দিল্লির বিস্ফোরণের ঘটনার তদন্তে যে ৪ চিকিৎসকের নাম উঠে আসছে তাঁদের লাইসেন্স বাতিল করেছে জাতীয় মেডিক্যাল কমিশন। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের ৪ চিকিৎসক – মুজাফফর আহমেদ, আদিল আহমেদ রাথের, মুজামিল শাকিল এবং শাহীন সাইদের লাইসেন্স বাতিল করা হয়েছে। সারা দেশেই এই নির্দেশ কার্যকর করার কথা বলেছে জাতীয় মেডিক্যাল কমিশন। বিবৃতি দিয়ে সমস্ত রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

মেডিক্যাল কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১০ নভেম্বর দিল্লির বিস্ফোরণের ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে যে সমস্ত তথ্যপ্রমাণ উঠে এসেছে তার ভিত্তিতেই এই ৪ চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। এঁদের প্রত্যেকের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ তদন্তকারী সংস্থাগুলির সংগৃহীত প্রমাণের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে যুক্ত এই চিকিৎসকরা বিস্ফোরণের মামলায় জড়িত বলে প্রমাণিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, চিকিৎসার মতো পেশায় চিকিৎসকদের কাছ থেকে শালীনতা এবং সততা প্রত্যাশিত। এছাড়াও তাঁদের আচরণ জনসাধারণের আস্থার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সাধারণ মানুষ সম্পূর্ণভাবে আস্থা রাখেন চিকিৎসকদের উপর। কিন্তু এই ৪ জন চিকিৎসক এই সমস্ত নৈতিকতা ভঙ্গ করেছেন।’

Advertisement

লাইসেন্স বাতিল করে দেওয়ায় এই ৪ চিকিৎসক এখন থেকে দেশের আর কোথাও প্র্যাকটিস করতে পারবেন না। এঁদের নাম কাউন্সিলের কাছে রক্ষিত মেডিক্যাল প্র্যাকটিশনারদের রেজিস্টার থেকে অবিলম্বে বাদ দিতে হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের মেডিক্যাল প্র্যাকটিশনার হিসেবে নিয়োগও করা যাবে না বলে বিবৃতিতে লেখা হয়েছে।

Advertisement

জম্মু ও কাশ্মীর পুলিশ শ্রীনগরের নওগাম থানায় শাহীন সাইদ এবং অন্য চিকিৎসকদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ আইন, বিস্ফোরক পদার্থ আইন এবং অস্ত্র আইনের বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করেছে।

Advertisement