• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অভিযুক্তকে আড়াল করতে রক্তের নমুনা বদল , গ্রেফতার ২

পুনে, ২৭ মে – পুনের পোর্শে দুর্ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল৷ পুণের পোর্শে দুর্ঘটনায় অভিযুক্ত কিশোরকে আড়াল করতে রক্তের নমুনা বদলে দিয়েছিলেন খোদ ফরেন্সিক বিভাগের প্রধান। তাঁকে গ্রেফতার করা হয়েছে। সাসুন হাসপাতালের এক চিকিৎসককেও এই অভিযোগে গ্রেফতার করেছে পুণে পুলিশের অপরাধ দমন শাখা। ধৃতরা হলেন চিকিৎসক অজয় ​​টাওয়ারে ও শ্রীহরি হারলার।দু’জনকে সোমবার  শিবাজিনগর আদালতে পেশ করার কথা

Advertisement