পলাতক ধনকুবেরদের দেশে আনতে ইডি-সিবিআই এবার ব্রিটেনে

Written by SNS January 16, 2024 6:12 pm

দিল্লি, ১৬ জানুয়ারি– দেশের হাজার-হাজার কোটি নিয়ে নীরব মোদি, বিজয় মালিয়া ‘ফেরার’ দীর্ঘদিন৷ বিদেশে রয়েছেন৷ সেই ঋণখেলাপি পলাতক ব্যবসায়ীদের দেশে ফিরিয়ে আনতেই কেন্দ্রীয় এজেন্সির এবার নতুন পদক্ষেপ৷ ইডি, সিবিআই, এনআইএ, দেশের কেন্দ্রীয় এজেন্সির একাধিক আধিকারিক যাচ্ছেন ব্রিটেনে৷ ঋণখেলাপি এই পলাতক ব্যবসায়ীদের দেশে ফিরিয়ে আনতেই কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা ব্রিটেন যাচ্ছেন বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর৷ জানা গেছে, এই তিন কেন্দ্রীয় এজেন্সির কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে তৈরি হওয়া একটি টিম ব্রিটেন পাডি় দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে৷
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিপুল টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী৷ ব্যাঙ্কের ৬ হাজার কোটি টাকারও বেশি জালিয়াতি করে দেশ ছাড়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ তারপর থেকেই তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হয় ভারত৷ অন্যদিকে, ভারতের বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালানোর অভিযোগে অভিযুক্ত শিল্পপতি বিজয় মালিয়া৷ ২০১৬ সালে দেশ ছেড়েছেন ‘লিকার ব্যারন’৷
অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারী আবার ২০১৬ সালে ইডি এবং আয়কর দফতরের তদন্ত শুরু হওয়ার পরেই দেশ ছাডে়ন৷ তাঁর সঙ্গে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধির স্বামী রবার্ট বাঢরার ঘনিষ্ঠতা ছিল বলেও দাবি করা হয়৷
ব্যবসায়ী নীরব মোদি এবং বিজয় মালিয়ার পাশাপাশি অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারীকে দেশে ফেরানোর চেষ্টা হচ্ছে বলেও জানা গেছে৷ তাঁর বিরুদ্ধে ইউপিএ জমানায় অস্ত্র চুক্তির মধ্যস্থতা ইসু্যতে একাধিক মামলা দায়ের হয়েছিল৷ সূত্রের খবর, ব্রিটেন পুলিশ এবং প্রশাসনের সঙ্গে কথা বলে পলাতক এই তিনজনকে দেশে ফেরানোর চেষ্টা তো হবেই, একই সঙ্গে তাঁদের বিদেশে রাখা নামে-বেনামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাবে ভারতীয় গোয়েন্দা দল৷