লতা-শচীনকে ট্যুইট করতে চাপ দিয়েছে কেন্দ্র: শরদ ও রাজ

কেন্দ্র বাধ্য করেছে শচীন তেন্ডুলকর, লতা মঙ্গেশকরকে সরকারের সমর্থনে টুইট করতে। এমন করেই এবার কেন্দ্রকে কটাক্ষ করলেন রাজ ঠাকরে।

Written by SNS Mumbai | February 8, 2021 12:45 pm

শরদ পাওয়ার (File Photo: IANS)

কেন্দ্র বাধ্য করেছে শচীন তেন্ডুলকর, লতা মঙ্গেশকরকে সরকারের সমর্থনে টুইট করতে। এমন করেই এবার কেন্দ্রকে কটাক্ষ করলেন রাজ ঠাকরে। কৃষক আন্দোলনকে সমর্থন করেন পপ তারকা রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। পাল্টা টুইট করে শচীন তেন্ডুলকর, লতা মঙ্গেশকররা। 

এরপর একে কেন্দ্র করেই সােশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযােগ উঠেছে সরকার নিজেদের দিকে সমর্থন টানতে শচীন-লতাদের টুইট করতে বাধ্য করেছিল। এবার সেই অভিযোগ শােনা গেল মহারাষ্ট্র নবনির্মান সেনার প্রধান রাজ ঠাকরের গলাতে। তাঁকে সমর্থন করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। 

রাজ ঠাকরের কথায়, সরকারের অবস্থানকে সমর্থন করে লতা মঙ্গেশকর, শচীন তেন্ডুলকরের মতাে বিশিষ্ট ব্যক্তিত্বদের টুইট করতে বাধ্য করা উচিত হয়নি কেন্দ্রের। এতে তাদের সম্মানহানি হচ্ছে। ওঁরা ‘ ‘ভারতরত্ন’ সম্মানে সম্মানিত। 

মহারাষ্ট্র নবনির্মান সেনাপ্রধানের আরও কটাক্ষ রিহানা, গ্রেটা’দের মােকাবিলায় কেন্দ্রের সমর্থনে গলা ফাটানাের জন্য অক্ষয় কুমারের মত অভিনেতাই যথেষ্ট ছিল। 

প্রায় একই সুর শােনা গেছে এনসিপি প্রধান শরদ পাওয়ারের গলাতেও। তাঁর কথাতে, কৃষকদের খালিস্তানি বা সন্ত্রাসবাদী বলার অধিকার সরকারের নেই। ওঁরা আমাদের প্রতিপালন করে। ভারতীয় তারকাদের প্রতিক্রিয়া নিয়ে অনেকেই ক্ষিপ্ত। তাই শচীনদের উচিৎ অন্য কোনও বিষয়ে কথা বলার আগে একটু ভাবনা চিন্তা করা। 

এনিয়ে শরদ পাওয়ারকে পাল্টা কটাক্ষ করেছেন মীনাক্ষী লেখি। তার কথায় শরদ পাওয়ার নিশ্চয়ই রিহানা-গ্রেটা-মিয়া খালিফাদেরও একই পরামর্শ দেন।