১২ ঘন্টার কাজের প্রস্তাব কেন্দ্রের

দৈনিক সর্বোচ্চ ১২ ঘণ্টা শ্রমিক কর্মচারীদের দিয়ে কাজ করাতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এক সপ্তাহে কাজের সময়সীমা কোনওমতেই ৪৮ ঘণ্টার বেশি হওয়া চলবে না।

Written by SNS Delhi | November 23, 2020 11:25 am

প্রতীকী ছবি (Photo: IANS)

দৈনিক সর্বোচ্চ ১২ ঘণ্টা শ্রমিক কর্মচারীদের দিয়ে কাজ করাতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এক সপ্তাহে কাজের সময়সীমা কোনওমতেই ৪৮ ঘণ্টার বেশি হওয়া চলবে না।

এমনই প্রস্তাব দিয়েছে শ্রমমন্ত্রক। সংসদের গত অধিবেশনেই পাশ হয়েছে পেশাগত সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত কোড বিল। কিন্তু সারা দেশে তা এখনও কার্যকর হয়নি।

আগামী ১ এপ্রিল থেকে উল্লিখিত কোড সহ মােট চারটি শ্রম কোড আইন সারা দেশে কার্যকরের ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। আর তা কার্যকরের আগে এর প্রয়ােগ কীভাবে হবে, সেই সংক্রান্ত খসড়া বিধি প্রকাশ করেছে শ্রমমন্ত্রক। সেই খসড়া বিধিতেই এহেন প্রস্তাব দেওয়া হয়েছে।