চকোলেট কোম্পানিতে সিবিআই তল্লাশি 

কর ফাঁকি দেওয়ার অভিযোগে ক্যাডবেরি ইন্ডিয়া তথা মন্ডোলেজ ইন্ডিয়া ফুড সংস্থার হরিয়ানা ও হিমাচলের উৎপাদন কেন্দ্রে তল্লাশি চালিয়েছে সিবিআই।

Written by SNS New Delhi | March 19, 2021 11:23 am

সিবিআই (File Photo: IANS)

কর ফাঁকি দেওয়ার অভিযোগে ক্যাডবেরি ইন্ডিয়া তথা মন্ডোলেজ ইন্ডিয়া ফুড সংস্থার হরিয়ানা ও হিমাচলের উৎপাদন কেন্দ্রে তল্লাশি চালিয়েছে সিবিআই ।

এমনকি ইউনিট গুলির আধিকারিকদের বাড়িতেও হানা দেয় সিবিআই’য়ের আধিকারিকরা।

এই সংস্থার বিরুদ্ধে রাজস্ব দফতরকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা এবং অবৈধভাবে লাইসেন্স নেওয়ার অভিযােগ রয়েছে।

এছাড়া এলাকাভিত্তিক শুল্ক ছাড়ের সুযােগেরও অপব্যবহারের অভিযােগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। এমনকি ক্যাডবেরি ইন্ডিয়ার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

প্রসঙ্গত, আগেও ক্যাডবেরি ইন্ডিয়ার বিরুদ্ধে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযােগ উঠেছিল।

রাজস্ব দফতরের অভিযােগ, হিমাচলে এই সংস্থার নতুন ইউনিট সম্পর্কে যথাযথ তথ্য দেওয়া হয়নি।

ওই কারখানায় কী পরিমাণে পণ্য উৎপাদন হচ্ছে, সে সম্পর্কেও সরকারকে ভুল তথ্য দিয়েছে ওই সংস্থা।