ভােটের ফল ঘােষণার পর ভােটের গণনার সঙ্গে যুক্ত কোনও আধিকারিককে এফআইআর-এর মুখে পড়তে হয়েছে, আর সেই এফআইআর করেছে তার কোনও সিনিয়র। এমন ঘটনা সত্যিই বিরল।
এই ধরনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গােরক্ষপুরে। উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভােটের ফল ঘােষণার পর এক অ্যাডিশনাল রিটার্নিং অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে বড় অভিযােগ, ভােটে হেরে যাওয়া প্রার্থীকে তিনি জিতিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এমনকি তাঁকে জয়ী সার্টিফিকেটও দিয়ে দিয়েছেন।
Advertisement
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, এই অ্যাডিশনাল রিটার্নিং অফিসার বীরেন্দ্র কুমারের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন রিটার্নিং অফিসার সুনীল কুমার। এই নিয়ে সাধারণ মানুষ পুলিশ আউটপােস্টে বিক্ষোভও দেখায়। সেই সঙ্গে ভাংচুরও চালানাে হয়। তাদের অভিযােগ, তাদের দলের নেতাকে প্রতারণা করে হারানাে হয়েছে। পুলিশ এই ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করেছে।
Advertisement
Advertisement



