প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ডিএ এবং পেনশনভোগীদের জন্য অবসর ভাতার অতিরিক্ত কিস্তি অনুমোদন করেছে। এই বৃদ্ধি ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হবে, যা বর্তমান ৫৫ শতাংশ থেকে ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮ শতাংশে পৌঁছবে। এই পদক্ষেপের উদ্দেশ্য মূলত মূল্যবৃদ্ধির প্রভাব থেকে কর্মচারী ও পেনশনভোগীদের রক্ষা করা।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মূল্যসন্ধান ভাতা ও অবসরের ভাতা উভয়ের বৃদ্ধির ফলে সরকারের উপর বছরে বাড়তি বোঝা চাপবে। এর ফলে প্রায় ১০,০৮৩ কোটি ৯৬ লক্ষ টাকা সরকারকে অতিরিক্ত ব্যয় করতে হবে। এর ফলে প্রায় ৪৯ লক্ষ ১৯ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ ৭২ হাজার পেনশনভোগী উপকৃত হবেন।
Advertisement
সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই বাড়তি ডিএ নির্ধারিত হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ ও অবসরের ভাতা এখন বেসিক বেতন বা পেনশনের ৫৮ শতাংশ হবে, যা আগে ৫৫ শতাংশ ছিল।
Advertisement
উদাহরণ হিসেবে একজন সরকারি কর্মচারী যার বেসিক বেতন ত্রিশ হাজার টাকা, তিনি মাসে অতিরিক্ত নয়শত টাকা পাবেন। আর চল্লিশ হাজার টাকা বেতনের একজন পাবেন অতিরিক্ত এক হাজার দুইশত টাকা। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের ক্ষতিপূরণ অর্থাৎ বকেয়া অর্থ অক্টোবর মাসের বেতনের সঙ্গে প্রদান করা হবে, যা দুর্গাপুজোর মুখে সরকারি কর্মীচারীদের কাছে একটি বড় উপহার।
এর আগে, চলতি বছরের মার্চে ডিএ ও অবসরের ভাতায় ২ শতাংশ বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল, যা ১ জানুয়ারি, ২০২৫ থেকে প্রযোজ্য হয়েছিল। তার আগে গত বছরের অক্টোবর মাসে ডিএ ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছিল।
এই ডিএ ও অবসরের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জীবনে আর্থিক স্বস্তি এবং উৎসবের সময়ে সুখবর বয়ে আনবে।
Advertisement



