ফের বাসের হালহকিকত হাতের মুঠোয়

Written by SNS June 11, 2024 5:58 pm

কলকাতা: করোনাকালে হারিয়ে গেলেও ফের ফিরছে বাসের হালহকিকত জানানোর জনপ্রিয় অ্যাপ৷ যদিও এবার তার পোশাকি নামটি পাল্টে যাচ্ছে৷ সরকারি বাসের অবস্থান জানতে বছর ছয়েক আগে চালু হয়েছিল পথদিশা নামে একটি অ্যাপ৷ যার মাধ্যমে  স্টপেজে দাঁডি়য়ে যাত্রীরা দেখতে পেতেন কোন বাস কোথায় আছে, কতক্ষণ পর তা আসবে! ফলে তাঁদের সুবিধা হত৷ এমনকী বাসের অবস্থান দেখে বাডি় থেকে বেরোতে পারতেন লোকজন৷ কিন্ত্ত করোনাকালে অন্যান্য অনেক কিছুর মতোই বন্ধ হয়ে যায় এই পরিবহণ দপ্তরের উদ্যোগে চালু হওয়া অ্যাপটি৷ ফলে সমস্যায় পডে়ন যাত্রীরা৷ বহুবার পরিবহণ দপ্তরে এই অ্যাপ চালুর দাবিও জানানো হয়েছে৷ অবশেষে আসছে নয়া অ্যাপ৷ নাম এখনও ঠিক হয়নি৷
পরিবহন দফতর তরফে ইতিমধ্যেই গুগলের সঙ্গে বিষয়টি নিয়ে কথাবার্তাও সারা  হয়েছে৷ যেহেতু সমস্ত সরকারি বাসে ইতিমধ্যেই ভিএলটিডি (ভেহিকেল লোকেশান ট্র্যাকিং ডিভাইস) লাগানো হয়ে গিয়েছে৷ ফলে সেগুলোকে ট্র্যাক করতে কোনও সমস্যা হবে না৷ প্রথমে সব সরকারি এসি-নন এসি বাসগুলোকে এই অ্যাপের আওতায় আনা হবে৷ পরে বেসরকারি বাসকেও ঢোকানো হবে নয়া অ্যাপে৷ যেহেতু সেগুলোতেও এই যন্ত্র লাগানোর প্রক্রিয়া চলছে৷
সূত্রের খবর, করোনাকালে এই অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, বাস ছাড়ার পর ডিপোয় থাকা স্টার্টার তা নিজস্ব অ্যাপে ইনপুট করছেন না৷ ফলে তা দেখা যাচ্ছিল না অ্যাপে৷ পরে যে সংস্থার সঙ্গে এই চুক্তি করেছিল পরিবহণ দপ্তর তা আর পুনর্নবীকরণ না করায় পরিষেবাই বন্ধ হয়ে যায়৷ আবারও তা ফিরিয়ে আনা হবে বলেই পরিবহণ দপ্তরসূত্রে জানা গিয়েছে৷ এই অ্যাপ যখন চালু হয়েছিল, তখন পুরনো সরকারি বাসে একটা করে মোবাইল দেওয়া হয়েছিল৷ জিপিএসের মাধ্যমে সেই বাস ট্র্যাক করা হচ্ছিল৷ আর নতুন সরকারি বাসে ছিল ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম৷
পরিবহণ দপ্তরের কর্তারা জানাচ্ছেন, বেশিরভাগ বাসেরই এই ট্র্যাকিং সিস্টেম খারাপ হয়ে যায়৷ আর যেগুলোতে মোবাইল ছিল সেগুলোও বিকল হয়েছে বেশিরভাগ৷ তবে এখন নতুন, পুরনো সব বাসেই ভিএলটিডি বসানো হয়ে গিয়েছে৷ ফলে তাকে ট্র্যাক করতে সমস্যা হবে না৷ আর যাত্রীরাও মোবাইলে অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন বাসের অবস্থান৷ তবে নয়া অ্যাপের নাম কী হবে, তা এখনও ঠিক হয়নি৷