• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সঞ্জয় দত্তের ভিসা বাতিল করল ব্রিটেন, হাজতবাসের ফল

প্রায় দেড় দশক পর জেলযাত্রার ফল ভুগছেন অভিনেতা সঞ্জয় দুটি। তাঁকে নিজের দেশের ভিসা দিতে অস্বীকার করল ব্রিটেনের অভিভাসন দফতর। যে কারণে হাতছাড়া হল ‘সন অফ সর্দার ২’ ছবি। যে ছবিতে অজয় দেবগণের সঙ্গে অভিনয় করার কথা ছিল সঞ্জয় দত্তের। জানা গিয়েছে, সঞ্জয়কে সরিয়ে এই ছবিতে এন্ট্রি নিয়েছেন রবি কিষাণ। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী,

সঞ্জয় দত্ত (Photo: Instagram | @duttsanjay)

প্রায় দেড় দশক পর জেলযাত্রার ফল ভুগছেন অভিনেতা সঞ্জয় দুটি। তাঁকে নিজের দেশের ভিসা দিতে অস্বীকার করল ব্রিটেনের অভিভাসন দফতর। যে কারণে হাতছাড়া হল ‘সন অফ সর্দার ২’ ছবি। যে ছবিতে অজয় দেবগণের সঙ্গে অভিনয় করার কথা ছিল সঞ্জয় দত্তের। জানা গিয়েছে, সঞ্জয়কে সরিয়ে এই ছবিতে এন্ট্রি নিয়েছেন রবি কিষাণ।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ১৯৯৩ সালে বেআইনি অস্ত্র রাখার কারণে গ্রেপ্তার হয়েছিলেন সঞ্জয় দত্ত। ২০১৬ সালে জেল থেকে মুক্তি পান তিনি। এরপর বহুবার আমেরিকাতে গেলেও, বার বারই ব্রিটেনের ভিসা বাতিল হয় সঞ্জয়ের। বলিপাড়ার সূত্র বলছে, ‘সন অফ সর্দার ২’-এর শুটিংয়ে তাঁকে ব্রিটেনের বহু জায়গায় সফর করতে হত। কিন্তু অজয়ের টিম যখন জানতে পারে যে অভিনেতার ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, তখন সেই জায়গায় রবি কিষাণকে আনা হয়।’ জানা গিয়েছে, এর ফলে হাউসফুল ৫-এর শুটিংয়েও প্রভাব পড়তে পারে।

Advertisement

২০১২ সালে মুক্তি পায় সঞ্জয় দত্ত ও অজয় দেবগণ অভিনীত সন অফ সর্দার। এই ছবিতে অজয়ের বিপরীতে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে। জানা গিয়েছে, সন অফ সর্দার সিক্যুয়েলে নেগেটিভ চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল। এই ছবির অ্যাকশনের জন্য বিশেষ ট্রেনিংও নিয়েছিলেন সঞ্জয়। তবে ভিসা না পাওয়ার জন্য সঞ্জয়ের জায়গায় ছবিতে থাকছেন রবি কিষাণ।

Advertisement

Advertisement