• facebook
  • twitter
Friday, 5 December, 2025

১.৩৭ কোটি টাকা দিয়ে মেরামতির এক মাসের মধ্যেই অসমে ভেঙে পড়ল ব্রিজ

এই ঘটনার পরই ব্রিজের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ১ মাস আগেই ১ কোটি ৩৭ লক্ষ টাকা দিয়ে মেরামতির পরও কীভাবে সেটি ভেঙে পড়ল তার জবাব চেয়েছে বিরোধীরা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

১ কোটি ৩৭ লক্ষ টাকা খরচ করে মেরামতির পর ১ মাস আগেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল অসমের শিলচর-কালাইন সড়কের ভাঙারপুর এলাকায় হারাং নদীর উপরের সেতুটি। মঙ্গলবার গভীর রাতে সেই ব্রিজটিই আচমকা ভেঙে পড়ে। সেই সময় ব্রিজের উপর দিয়ে দুটি পাথর বোঝাই ভারী ট্রাক যাচ্ছিল। ব্রিজটি ভেঙে পড়ায় ট্রাক দুটিও নদীতে পড়ে যায়। তবে কারও প্রাণহানি হয়নি। এই দুর্ঘটনার জেরে বরাক উপত্যকার সঙ্গে ত্রিপুরা ও মিজোরামের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
এই ঘটনার পরই ব্রিজের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ১ মাস আগেই ১ কোটি ৩৭ লক্ষ টাকা দিয়ে মেরামতির পরও কীভাবে সেটি ভেঙে পড়ল তার জবাব চেয়েছে বিরোধীরা।

Advertisement

Advertisement