• facebook
  • twitter
Wednesday, 10 December, 2025

ত্রিপুরা উপজাতি পরিষদের ভােটে বিজেপির শােচনীয় হার

রাজ্যের ক্ষমতায় থাকা সত্ত্বেও শােচনীয়ভাবে পরাজিত হতে হল বিজেপি নেতৃত্বাধীন ইনডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা। 

বিজেপি (File Photo: IANS)

রাজ্যের ক্ষমতায় থাকা সত্ত্বেও শােচনীয়ভাবে পরাজিত হতে হল বিজেপি নেতৃত্বাধীন ইনডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা। 

উপজাতি পরিষদের ২৮ টি আসনের মধ্যে ১৮ টি আসনই পেয়েছে ‘টিপ্রা’। বিজেপি ও তার সহযােগী দলগুলি পেয়েছে মাত্র ৯ টি আসন। একটি আসন পেয়েছে নির্দল প্রার্থী। বামফ্রন্ট ও কংগ্রেস একটি আসনও পায়নি। 

Advertisement

উপজাতি পরিষদের মােট আসন ৩০ টি। তার মধ্যে দু’টি আসন রাজ্যপালের মনােনীত ব্যক্তিরা পাবেন। বাকি ২৮ টি আসনে নির্বাচন হয়। উপজাতি পরিষদের ৩০ টি আসন ছড়িয়ে রয়েছে ২০ টি বিধানসভা এলাকা জুড়ে। 

Advertisement

২০১৫ সালের মে মাসে বামফ্রন্ট পেয়েছিল ২৫ টি আসন। ২০১৮ সালে বিজেপি ও আইপিএফটি’র জোট পেয়েছিল ২০ টি বিধানসভা আসনের মধ্যে ১৮ টি। 

তিনবছর বাদে দেখা যায় হাওয়া বিজেপির বিপক্ষেই গিয়েছে। উপজাতি পরিষদের ভােট হয়েছিল ৬ এপ্রিল।

Advertisement