১১৫০০ প্রতিনিধিকে ভোট পারের টোটকা মোদি-নাড্ডার

Written by SNS February 17, 2024 7:27 pm

New Delhi, Dec 27 (ANI): Prime Minister Narendra Modi virtually interacts with the beneficiaries of the Viksit Bharat Sankalp Yatra, in New Delhi on Wednesday. (ANI Photo)

দিল্লি, ১৭ ফেব্রুয়ারি– লোকসভা নির্বাচনের আগে গোটা দেশের ১৫০০০ প্রতিনিধিকে নিয়ে নেতাদের মুখোমুখি হলেন বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব৷  শনিবার থেকে শুরু হল বিজেপি নীতি নির্ধারক কমিটির অধিবেশন৷ দু দিন ধরে চলবে সেই অধিবেশন৷ লোকসভা ভোট নিয়ে রণকৌশল চূড়ান্ত করা হতে পারে এই বৈঠকে৷ গোটা দেশের প্রায় ১১৫০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে৷ বৈঠকের শুরুতেই ভাষণ দেন জে পি নাড্ডা আর রবিবার সমাপ্তি বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দিল্লির ভারত মণ্ডপমে বৈঠকটি শুরু হয়৷
সশরীরে উপস্থিত না থাকলেও পেপটকের মাধ্যমে দলের নেতাকর্মীদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই বার্তায় ছিল ১০০ দিনের টাস্ক৷ দলের রাষ্ট্রীয় অধিবেশনে দলের পদাধিকারীদের মোদি বললেন, আর ১০০ দিন সময় হাতে৷ এই ১০০ দিন প্রাণপাত করে পরিশ্রম করতে হবে৷ যে করেই হোক ৩৭০ আসনের লক্ষ্যমাত্রায় পৌছতেই হবে৷
মাস ঘুরলেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন৷ এবারে দল হিসাবে ৩৭০ আসনে পৌঁছানোর টার্গেট নিয়েছে বিজেপি৷
বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে মূলত তিনটি টোটকা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তাঁর প্রথম টার্গেট যুব সমাজ৷ প্রধানমন্ত্রী এদিন বলে দেন, আগামী ১০০ দিন দলের কর্মীদের প্রাণপাত করতে হবে৷ গ্রামে গ্রামে যেতে হবে৷ প্রথম ভোটারদের কাছে যেতে হবে৷ তাঁদের বোঝাতে হবে, গত ১০ বছরে বিজেপি কী কী করেছে৷ আর তার আগের ১০ বছরে কী সঙ্গীন অবস্থা হয়েছিল, সেটা তুলে ধরতে হবে৷
মোদির দ্বিতীয় টার্গেট, মহিলা ভোটাররা৷ নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর টোটকা, বিজেপি কীভাবে মেয়েদের জীবনযাত্রা সহজ করার চেষ্টা করছে তা তুলে ধরতে হবে৷ তাছাড়া মহিলাদের জন্য কীভাবে রোজগারের ব্যবস্থা করেছে বিজেপি, সেটাও তুলে ধরতে হবে৷ লক্ষ্য রাখতে হবে, যাতে সিংহভাগ মহিলাদের ভোট বিজেপি পায়৷ প্রধানমন্ত্রীর তৃতীয় টোটকা হল, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের প্রচার৷