ইলেক্টোরাল বন্ডের ৭০ শতাংশই বিজেপি ভাগ্যে

Written by SNS January 4, 2024 6:34 pm

দিল্লি, ৩ জানুয়ারি– ২০২২-২৩ অর্থবর্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী (ইলেক্টোরাল) ট্রাস্টের অনুদান প্রাপ্তির তালিকার শীর্ষে বিজেপি৷ দেখা গিয়েছে বিভিন্ন দল মোট ৩৬৩ কোটি টাকা অনুদান হিসাবে পেয়েছে ৩৯টি ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থার থেকে৷ কিন্তুূ প্রাপ্তির বেশিরভাগটাই গিয়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহের দলের ভাঁড়ারে৷ তথ্য বলছে, ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে অনুদানের ৭০ শতাংশেরও বেশি!
‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দেশের জাতীয় দলগুলির বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে প্রাপ্ত অনুদানের হিসাব পেশ করেছে৷ সেই হিসাবে দেখা যাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থাগুলির থেকে ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে বিজেপি পেয়েছে ২৫৯ কোটি ৮ লক্ষ টাকা৷ অর্থাৎ মোট অনুদানের ৭০.৬৯ শতাংশ৷
তাৎপর্যপূর্ণ ভাবে ইলেক্টোরাল ট্রাস্টের মাধ্যমে অনুদান পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল ‘ভারত রাষ্ট্র সমিতি’ (বিআরএস)৷ তারা এই খাতে কর্পোরেট অনুদানের প্রায় ২৫ শতাংশ পেয়েছে৷ অঙ্কের হিসাবে প্রায় ৯০ কোটি টাকা৷ তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেস৷ চতুর্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)৷ পঞ্চম স্থানে কংগ্রেস৷