‘জয়গুরু’ তে বাধা পড়তে চলেছে পার্বতীর বাউল জীবন

Written by SNS May 2, 2024 4:04 pm

কলকাতা: পার্বতী বাউল৷ এই নামেই তিনি জগতখ্যাত৷ তবে তাঁকে শুধু বাউল-সাধক বলা ভুল৷ তিনি আদ্যন্ত প্রকৃতিপ্রেমী, পশুপ্রেমী, মানবপ্রেমী৷ সেই পার্বতী বাউলের জীবনের আধারে তৈরি হচ্ছে একটি হিন্দি ছবি৷ ছবির নাম ‘জয়গুরু’৷ পার্বতীর মতো ভার্সেটাইল এক মানুষের বিস্তৃত জীবনকে পর্দায় ধরা বড় কঠিন হলেও  প্রাণপণে তাকেই সহজ করতে চাইছেন পরিচালক সৌম্যজিৎ৷

বায়োপিকের নাম কেন ‘জয়গুরু’ জানতে চাওয়ায় সৌম্যজিতের জবাব, ‘আসলে পার্বতী বাউলকে ফোন করলে বা কথা শুরু করলেই প্রথম শব্দ হয় ‘জয়গুরু’, বিদায় দেওয়ার সময়ও বলেন ‘জয়গুরু’! আর তাঁর জীবন ঘিরে যখন ‘বায়োপিক’ হতে চলেছে, তার নামটিও সেই ‘জয়গুরু’ই’
ছবিটি পরিচালনা করবেন টলিপাড়ার অভিনেতা ও পরিচালক সৌম্যজিৎ মজুমদার৷

সম্প্রতি, নিউ ইয়র্কের টাইম্স স্কোয়্যারে তাঁর সঙ্গীত পরিবেশনের পর পার্বতী নিজের মুখে এই ছবির কথা ঘোষণা করেছেন৷ সৌম্যজিৎ অভিনেতা হিসাবে টলিপাড়ার পরিচিত মুখ৷ এর আগে তিনি ‘হোমকামিং’ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন৷ হঠাৎ তিনি পার্বতী বাউলের জীবনকে কেন্দ্র করে ছবি তৈরি করছেন কেন? ওঁর সঙ্গে প্রথম আলাপের পর থেকেই আমার ইচ্ছেটা প্রবল হয়৷ তার পর গত এক বছর ধরে ওঁর আশ্রমে যাতায়াত শুরু করি৷ চিত্রনাট্য তৈরি করি৷’ পার্বতীর মতো শিল্পী তাঁকে এই কাজে অনুমতি দিয়েছেন বলেও তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুললেন না সৌম্যজিৎ৷ এই ছবির কাঠামো নিয়ে এখনই খুব একটা খোলসা করতে রাজি নন পরিচালক৷ তবে সৌম্যজিৎ জানালেন, গল্পে এক জন বাউল শিল্পীর (রাধিকা) সঙ্গে মুম্বইয়ের এক জন সঙ্গীত পরিচালকের (ঋত্বিক) কাজের সূত্র ধরে এগিয়ে যাবে গল্প৷ রেকর্ডিং স্টুডিয়োতেই বাউল শিল্পীর মুখে তাঁর অতীত জীবনের কাহিনি উঠে আসবে৷

সৌম্যজিতের কথায়, ‘এক সময় হঠাৎই শিল্পী নিরুদ্দেশ হন৷ কেন? তার উত্তর রয়েছে ছবিতে৷’
পার্বতীর জীবন সম্পর্কে যাঁরা কিছুটা হলেও জানেন, স্বভাবতই তাঁদের কাছে নানা কৌতূহল কিন্ত্ত ভিড় করে আসতে বাধ্য, এই খবরটি পাওয়ার পর থেকেই৷ কোচবিহারের মৌসুমী পাড়িয়াল, সুনীতি অ্যাকাডেমির কিশোরী ছাত্রীর এক দিন ট্রেনে চেপে শান্তিনিকেতনে পাড়ি দেওয়া, অন্ধ বাউলের গান শুনে সে গানের ভক্ত হওয়া, তার পর একে একে গুরু-মা ফুলমালা দাসী, সনাতন দাস বাউল, শশাঙ্ক গোসাঁইয়ের সঙ্গ পাওয়া থেকে আজকের পার্বতী বাউলের হয়ে ওঠা সবই থাকবে ‘বায়োপিক’-এ৷