• facebook
  • twitter
Monday, 16 June, 2025

রতন টাটার বায়োপিক, নাম ভূমিকায় কে!

রতন টাটার মৃত্যুর পর থেকেই বি টাউনে কানাঘুষো শোনা যাচ্ছিল, প্রবীণ এই ব্যবসায়ীর বায়োপিকের।তবে বায়োপিক অন্ততপক্ষে তিনজন অভিনেতাকে প্রয়োজন।

ফাইল চিত্র

রতন টাটার বায়োপিক আসছে বড়পর্দায়। গতবছর ৯ অক্টোবর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ভারতের অন্যতম প্রবীণ ব্যবসায়ী রতন টাটা। রতন টাটার মৃত্যু ভারতের কাছে এক অপূরণীয় ক্ষতি তা বলাই বাহুল্য। রতন টাটার মৃত্যুর পর থেকেই বি টাউনে কানাঘুষো শোনা যাচ্ছিল, প্রবীণ এই ব্যবসায়ীর বায়োপিকের। তবে বায়োপিক তৈরি হলে অন্ততপক্ষে তিনজন অভিনেতাকে প্রয়োজন। কারণ তরুণ, পূর্ণবয়স্ক এবং প্রবীণ, এই তিন রূপেই দেখানো হবে রতন টাটাকে।

সূত্র খবর, তরুণ রতন টাটার চরিত্রে নাকি অভিনয় করতে পারেন জিম সার্ভ। সিনিয়র রতন টাটার চরিত্রে রোমান ইরানি অথবা নাসিরউদ্দিন শাহকে নেওয়া হতে পারে। তবে রতন টাটার বায়োপিক নিয়ে জল্পনা কল্পনা চললেও প্রযোজনা সংস্থার তরফ থেকে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি।