• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিহার বিধানসভা ভোটের এক্সিট পোল: এনডিএ জোটের ব্যাপক জয়ের ইঙ্গিত

প্রশান্ত কিশোরের জেএসপি শূন্যে আটকে যেতে পারে

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই প্রকাশিত একাধিক এক্সিট পোলের পূর্বাভাসে ইঙ্গিত স্পষ্ট, এ বার রাজ্যে দাপট দেখাতে চলেছে এনডিএ। বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে, জোটভুক্ত দলগুলি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। বিপরীতে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি (জেএসপি) কোনও আসনেই ভালো অবস্থায় নেই বলেই জানাচ্ছে সমীক্ষাগুলি।

এক্সিট পোলের সংখ্যাগরিষ্ঠ পূর্বাভাস অনুযায়ী, বিহারে এনডিএ স্বস্তিদায়ক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। বিশেষ করে উত্তর বিহার, সীমাঞ্চল ও মধ্য বিহারের বহু আসনে এনডিএ এগিয়ে রয়েছে বলে সমীক্ষার রিপোর্টে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে মহাগঠবন্ধনের তুলনায় এনডিএ-র প্রাপ্ত ভোটের হার এ বার বেশি হতে পারে বলে সমীক্ষাকারীরা জানাচ্ছেন।

Advertisement

এদিকে এবারের বিহার বিধানসভা নির্বাচনে জেএসপি-র সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে কিছু দিন ধরেই জল্পনা বাড়ছিল। ব্যাপক প্রচার পেলেও এক্সিট পোলের পূর্বাভাস বলছে, ভোটারদের উল্লেখযোগ্য অংশ এখনও দলটিকে বিকল্প শক্তি হিসেবে দেখছেন না। ফলে একাধিক সমীক্ষা অনুমান করছে, জেএসপি হয়তো কোনও আসনেই জয় লাভ করতে পারবে না।

Advertisement

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বিহারের ভোট পরিসংখ্যানে এখনো স্পষ্টভাবে দুটি বড় শক্তির লড়াই-ই প্রাধান্য পাচ্ছে। এনডিএ-র সংগঠিত প্রচার, স্থানীয় ইস্যুতে ভোটারদের সাড়া এবং নেতৃত্বের গ্রহণযোগ্যতা— এসবই এক্সিট পোলের ফলাফলে প্রতিফলিত হয়েছে।

তবে, এক্সিট পোলের ফল যে সবসময় প্রকৃত ফলাফলের সঙ্গে মেলে না, সেই অভিজ্ঞতার কথাও মনে করাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, চূড়ান্ত ফল প্রকাশ হওয়ার আগে পর্যন্ত কোনও পূর্বাভাসই শেষ কথা বলতে পারে না।

যেহেতু বিহারের রাজনৈতিক আবহ এখন উত্তপ্ত, তাই চূড়ান্ত গণনা ও ফলাফলের দিকে নজর গোটা রাজ্যের ভোটারদের।

Advertisement