• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিহারে প্রথম দফা নির্বাচনে পুনরায় ভোটের প্রয়োজন নেই: কমিশন

অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, পোলিং সামগ্রী পরিবহণ, জিপিএস নজরদারি বাড়ানো এবং ফ্লাইং স্কোয়াড সক্রিয় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি: এএনআই

বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর প্রথম দফার ভোটগ্রহণ নিয়ে সমস্ত অভিযোগ, রিপোর্ট ও আপত্তি খতিয়ে দেখে নির্বাচন কমিশন জানিয়ে দিল, কোনও কেন্দ্রেই পুনরায় ভোটের প্রয়োজন নেই। বৃহস্পতিবার কমিশনের তরফে জানানো হয়, অভিযোগের সত্যতা যাচাই, সিসিটিভি ফুটেজ, পোলিং কর্মীদের রিপোর্ট এবং জেলার পর্যবেক্ষকদের নথিপত্র বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশন সূত্রের খবর, কিছু বুথে ইভিএমে সাময়িক ত্রুটি, দু’একটি জায়গায় ভোটারদের বাধা দেওয়া এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু অভিযোগ এলেও কোনও ক্ষেত্রেই পুনরায় ভোটের মতো পরিস্থিতি তৈরি হয়নি। কমিশনের কর্মকর্তাদের দাবি, প্রথম দফার ভোট সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও নিয়মমাফিক নির্বাচন হয়েছে।

Advertisement

প্রথম দফায় প্রত্যাশার থেকেও বেশি ভোট পড়েছে বলে জানিয়েছে কমিশন। দ্বিতীয় দফার আগে নিরাপত্তা ও বুথ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, পোলিং সামগ্রী পরিবহণ, জিপিএস নজরদারি বাড়ানো এবং ফ্লাইং স্কোয়াড সক্রিয় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

রাজনৈতিক মহলের ধারণা, কমিশনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই রাজ্যে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। প্রথম দফার ভোটে সুষ্ঠু পরিবেশ ছিল, এই দাবি এখন নিজের মতো করে তুলে ধরবে দুই শিবিরই।

Advertisement