পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে গন্ডগোল ও হাতাহাতিতে জড়িয়ে পড়লেন একদল বাঙালি পর্যটক। পর্যটকদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা এক পুলিশকর্মীকে মারধর করেন। অন্যদিকে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে পর্যটকদলের অভিযোগ, ওই পুলিশকর্মী তাঁদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন। উভয় পক্ষের সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। বাঙালি পর্যটক দলের বিরুদ্ধে অভিযোগ, জগন্নাথ দর্শনে গিয়ে মন্দিরের নিয়ম ভাঙেন ওই পাঁচ বাঙালি পর্যটক। পুলিশ কর্মী তখন তাঁদের বাধা দেওয়ায় তাঁকে মারধর করা হয়। দুই পক্ষই সিংহদ্বার থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তবে, পুলিশ কর্মীকে মারধরের ঘটনা অস্বীকার করেছে বাঙালি পর্যটকদল। তাঁদের দাবি, ঘণ্টিদ্বারের প্রচন্ড ভিড় থাকায় তাঁরা আটকে পড়েছিলেন। সেই সময় দায়িত্বে থাকা ওই পুলিশকর্মী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
Advertisement
উভয় পক্ষকেই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ কর হচ্ছে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, প্রকৃত ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Advertisement
Advertisement



