গত সপ্তাহে বেশ কিছু সংবাদপত্রে প্রকাশিত হওয়া একটি প্রতিবেদনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা নিয়ে জনমানসে নতুন করে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।বিভ্রান্তির কারণ হল,ঐ সংবাদপত্রগুলিতে দাবি করা হয়,এবার থেকে দেশের ব্যাঙ্কগুলি সপ্তাহে ছ’দিনের পরিবর্তে পাঁচদিন খােলা থাকবে।এই খবর প্রকাশের পরই মানুষের মধ্যে নানা প্রশ্ন দানা বাঁধে।দেশে বেশ কিছু রাজ্যে বিভিন্ন ব্যাঙ্কের শাখায় গ্রাহকরা বিক্ষোভ দেখান।একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় ব্যাঙ্ক কর্মীদের।
এই পরিস্থিতিতে অবশেষে আসরে নামলাে রিজার্ভ ব্যাঙ্ক.শনিবার আরবিআইর তরফে একটি বিবৃতি জারি করে জানানাে হয়েছে,বেশ কিছুদিন ধরে দেশের বাজারে ব্যাঙ্কের কাজের দিন সঙ্কোচন করা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে,তার কোনাে ভিত্তি নেই।বলা হয়েছে,আগের মতাে বর্তমানেও ব্যাঙ্কগুলি জাতীয় ছুটির দিন ও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার যেমন বন্ধ থাকে তাই থাকবে এবং প্রথম প্রথম ও তৃতীয় শনিবার যেমন কাজ হয় তেমনই হবে।এর কোনাে পরিবর্তন হয়নি বলে জানানাে হয়েছে আরবিআইর তরফে।
Advertisement
Advertisement
Advertisement



