• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মধ্যপ্রদেশে নার্সিং হোমে জন্ম নিল গর্ভাবস্থায় সরকারি হাসপাতালে মৃত ঘোষিত শিশু

কিছু শারীরিক অসুস্থতার কারণে তাঁকে স্থানান্তর করা হয় সর্দার বল্লভভাই পটেল জেলা হাসপাতালে। সেই হাসপাতালের সিনিয়র ডাক্তার গর্ভস্থ শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

প্রতীকী চিত্র

গর্ভস্থ শিশুকে মৃত বলে ঘোষণা করল মধ্যপ্রদেশের সর্দার বল্লভভাই পটেল জেলা হাসপাতাল। হাসপাতালের সিনিয়র ডাক্তার এই ঘোষণা করেন। পরে নার্সিং হোমে জন্ম হল জীবন্ত শিশুর। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। প্রশ্ন উঠতে শুরু করেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারের ভূমিকা নিয়ে।

জানা গিয়েছে, সোমবার রাতে প্রসবযন্ত্রণা শুরু হওয়ায় প্রাথমিকভাবে ভর্তি করা হয়েছিল মধ্যপ্রদেশের অমরপতন সরকারি হাসপাতালে। কিন্তু কিছু শারীরিক অসুস্থতার কারণে তাঁকে স্থানান্তর করা হয় সর্দার বল্লভভাই পটেল জেলা হাসপাতালে। সেই হাসপাতালের সিনিয়র ডাক্তার গর্ভস্থ শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এরপর প্রসূতির পরিবারের লোকেরা তাঁকে একটি স্থানীয় নার্সিংহোমে ভর্তি করেন। সেখানে সুস্থ বাচ্চার জন্ম হয়। এই ঘটনার জেরে, সরকারি হাসপাতালের পরিষেবা কতখানি কার্যকরি সেই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

Advertisement

এই ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয় মানুষদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। সতনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন যে, গোটা ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ডাক্তারের কাছ থেকে জবাবদিহি চাওয়া হয়েছে। যে কোনও ধরনের গাফিলতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement