মেইতেই ও কুকিদের জাতিদাঙ্গার ভয়ঙ্কর পরিণাম প্রকাশ্যে এল ময়নাতদন্তের রিপোর্টে। মণিপুরে নিহত একই পরিবারের তিন জনের ক্ষতবিক্ষত দেহের ময়নাতদন্ত রিপোর্ট আগেই এসেছিল। এবার ১০ মাসের এক শিশু-সহ ওই পরিবারের আরও তিন জনের দেহের ময়নাতদন্ত রিপোর্ট সামনে এল। ময়নাতদন্তের সেই শিউরে ওঠার মতো রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। সংবাদমাধ্যম সূত্রে খবর, যেভাবে অবর্ণনীয় অত্যাচার করে ওই ৬ জনকে হত্যা করা হয়েছে তা নজিরবিহীন।
মণিপুরে জাতিদাঙ্গার এই ভয়ঙ্কর বহিঃপ্রকাশের পর দফায় দফায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। এই ঘটনায় কুকি জঙ্গিদের যোগ রয়েছে বলে বলে জানিয়েছে মণিপুর সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ।