• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আর্বজনার স্তূপ থেকে সদ্যোজাত উদ্ধার

আর্বজনার স্তূপে থাকা বালতি থেকে এক সদ্যোজাতর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। এই ঘটনাটি কলকাতার তপসিয়া এলাকার।

আর্বজনার স্তূপে থাকা বালতি থেকে এক সদ্যোজাতর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি কলকাতার তপসিয়া এলাকার। কীভাবে ওই স্তূপে শিশুটি এল, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, এক যুবক ও যুবতী বাইকে করে এসে বালতিটি ফেলে গিয়েছিলেন। আপাতত যুগলের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।

তপসিয়ার রায়চরণ পাল লেনের নির্দিষ্ট একটা জায়গায় দীর্ঘদিন ধরেই আবর্জনা ফেলা হয়। শুক্রবার সকালে সেখানেই আচমকা একটা বালতি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এগিয়ে যেতে তাঁরা দেখেন, ওই বালতির মধ্যে এক সদ্যোজাত রয়েছে। এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় তুমুল শোরগোল পড়ে যায়। তপসিয়া থানার পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। যে হলুদ রঙের প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ওই সদ্যজাতর দেহটি ঢুকিয়ে ফেলা হয়েছিল সেটিও পুলিশ তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করেছে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিস ও স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বাইকে করে আসেন এক যুবক। বাইকের পিছনের সিটে ছিলেন এক তরুণী। তাঁরাই ওই বালতিটি-কে নোংরা আবর্জনার স্তূপে ফেলে রেখে চলে যান। যদিও তাতে কী ছিল তা কেউ দেখেননি। পরে প্রকাশ্যে আসে গোটা বিষয়টা। ওই যুগল কোথা থেকে এসেছিল, কোন দিকে গেছে, সব জানার চেষ্টায় পুলিশ। স্থানীয় কোনও হাসপাতাল এই কাণ্ডের সঙ্গে জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement