• facebook
  • twitter
Sunday, 20 July, 2025

মহাকুম্ভে বিমানের টিকিটে ৫০% ছাড় ঘোষণা বিমান পরিবহণ মন্ত্রীর

ভাড়া কমানোর আগে বিমান সংস্থাগুলির সঙ্গে ৩ বার বৈঠকও করেন মন্ত্রী

ফাইল চিত্র

মহাকুম্ভ উপলক্ষে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বেড়েই চলেছে পুণ্যার্থীদের ভিড়। এখনও পুণ্য করতে প্রয়াগরাজমুখী ভক্তদের ঢল। কিন্তু বিমানে যেতে গেলেই ধাক্কা খেতে হচ্ছে যাত্রাীদের। বিমান টিকিটের ভাড়া মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিমান থেকে প্রয়াগরাজগামী ট্রেনের ভাড়াও। ফলে পরিস্থিতি এমন দাঁড়ায় যে, কুম্ভমেলায় পৌঁছনোই এক কঠিন চ্যালেঞ্জ দাঁড়ায়। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে মহাকুম্ভের জন্য বিমান সংস্থারগুলির ভাড়ায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছেন বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু। শনিবার থেকেই এই নতুন ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন নাইডু।

আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হতে চলেছে মহাকুম্ভ মেলা। মেলা শেষ হতে আর হাতে গোণা কয়েকটি দিন। তাই পুণ্যার্থীদের সহায়তায় শুক্রবার রাতে মহাকুম্ভের জন্য বিমান সংস্থাগুলির ভাড়া এক ধাক্কায় ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু। ভাড়া কমানোর আগে বিমান সংস্থাগুলির সঙ্গে ৩ বার বৈঠকও করেন মন্ত্রী। সেখানে বিমান সংস্থাগুলিকে সরকারের তরফে মনে করিয়া দেওয়া হয়েছে, ১৪৪ বছর পর মহাকুম্ভ হচ্ছে। ফলে এই কুম্ভমেলাকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। সেই আবেগে যেন কোনওরকম ব্যাঘাত না ঘটে। একইসঙ্গে ভাড়া কমানোর কারণে বিমান সংস্থাগুলিকেও যাতে আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয় সে বিষয়টিও নিশ্চিত করেছে সরকার।

প্রসঙ্গত, জানুয়ারি মাসে কলকাতা থেকে প্রয়াগরাজে টিকিটের মূল্য দাঁড়ায় ৩৫ হাজার ৫০০ টাকা, মুম্বই, হায়দরাবাদ এবং দিল্লি থেকে বিমানের টিকিটের মূল্য ওঠে ৪৭ হাজার ৫০০ টাকার উপরে, এবং বেঙ্গালুরু থেকে বিমান ভাড়া ৫১ হাজার টাকার বেশি। উত্তরোত্তর ভিড়ের ঠেলায় কুম্ভমেলাকে ঘিরে শুধু বিমানের টিকিটের নয়, হু হু করে দাম বেড়েছে ট্রেনের টিকিটেরও।

৩ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারির মতো বিশেষ স্নানের দিনগুলিতে টিকিটের মূল্য দাঁড়ায় আরও বেশি। তাই পুণ্যার্থীদের সুবিধার্থে কেন্দ্রের এই পদক্ষেপে এবার কমল বিমানের টিকিটের ভাড়া।