• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কুয়াশার আড়ালে অনুপ্রবেশের চেষ্টা, গুলিতে নিকেশ ২ পাক জঙ্গি 

ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানি সন্ত্রাসবাদীদের। তবে তাদের ছক বানচাল করে দিল বিএসএফ জওয়ানরা। অনুপ্রবেশ রুখতে জওয়ানদের গুলিতে খতম হয় দুই জেহাদি।

প্রতিকি ছবি (Photo: AFP)

ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানি সন্ত্রাসবাদীদের। তবে তাদের ছক বানচাল করে দিল বিএসএফ জওয়ানরা। অনুপ্রবেশ রুখতে জওয়ানদের গুলিতে খতম হয় দুই জেহাদি। বৃহস্পতিবার ভােরে ঘটনা ঘটেছে পাঞ্জাবের রাজাতাল সেক্টরে। 

বিএসএফ সূত্রে খবর, এদিন ভােরে পাকিস্তান সীমান্তে অমৃতসরের রাজাতাল সেক্টরে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। ঘন কুয়াশায় চারদিক আচ্ছন্ন থাকায় ওই এলাকায় শীতের সময় নজরদারি করা খুবই কঠিন হয়ে পড়ে। 

Advertisement

তবে প্রশিক্ষিত জওয়ানদের নজর ফাঁকি দেওয়া সহজ নয়। কিছুক্ষণ নজরদারি করার পর সীমান্তের ওপারে কাটাতারের পাশে কয়েকজনকে সন্দেহজনক ভাবে ঘােরাফেরা করতে দেখে বিএসএফ জওয়ানরা। 

Advertisement

ওই ব্যক্তিরা ভারতের সীমান্তের দিকেই এগিয়ে আসছিল। থামতে বলা হওয়ায় তারা এলােপাথারি গুলি ছুঁড়তে শুরু করে। পাল্টা গুলি চালান বিএসএফ জওয়ানরাও। তাদের গুলিতে নিকেশ হয় দুই পাকিস্তানি অনুপ্রবেশকারী। নিহতদের কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।

Advertisement