অবশেষে শনিবার বর্ষা ঢুকছে কেরলে

এমনিতেই এই বছর বর্ষা দেরিতে আসার কথা ছিল। তবে প্রত্যাশিত দিনের থেকে আরাে দু’দিন দেরিতে দেশে বর্ষা ঢুকবে বলে জানিয়েছিল হাওয়া অফিস।

Written by SNS New Delhi | June 8, 2019 5:16 pm

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: IANS)

এমনিতেই এই বছর বর্ষা দেরিতে আসার কথা ছিল। তবে প্রত্যাশিত দিনের থেকে আরাে দু’দিন দেরিতে দেশে বর্ষা ঢুকবে বলে জানিয়েছিল হাওয়া অফিস।

দেশের আবহাওয়া দপ্তর থেকে জানানাে হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কেরলে ঢুকছে বর্ষা। অর্থাৎ ৮ জুন, শনিবার কেরলে বর্ষা ঢুকছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাস বিভাগের অধিকর্তা ডি শিবানন্দ পাই আগেই জানিয়েছিলেন, মধ্য ও দক্ষিণ ভারতে স্বাভাবিক দিনের থেকে আরও ৫-৭ দিন দেরিতে শুরু হবে বর্ষার বৃষ্টিপাত। আর সারা ভারতে জুনের বৃষ্টিপাতও স্বাভাবিকের থেকে কম হবে।

কেরলে বর্ষা ঢােকার স্বাভাবিক তারিখ ১ জুন। কেরলে এত দেরিতে বর্ষা ঢােকার অর্থ দেশের অন্যান্য অংশে বর্ষার বৃষ্টির জন্য আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে রাজ্যে এখন প্রাক-বর্ষার বৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে।