আইজল, ২৮ মে – মিজোরামে ঘূর্ণিঝড় রেমালের জেরে লাগাতার বৃষ্টিতে পাথরের খনি ধসে পড়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হল। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার সকাল ৬ টা নাগাদ ঘটনাটি ঘটে আইজল শহরের দক্ষিণ উপকণ্ঠে মেল্টহুম এবং হালিমেনের মধ্যবর্তী জায়গায়। জাতীয় সড়ক ৬-এ ভূমিধসের কারণে দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আইজলের।
Advertisement
অসমে প্রবল বৃষ্টিতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়। একটি গাছ পড়ে গিয়ে আহত হয় অন্তত ১২ জন শিশু। সাইক্লোনের এই দাপট থেকে সহজে পরিত্রাণ মিলবে না বলে জানিয়েছেন আবহবিদরা। পাহাড়ের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
Advertisement
Advertisement



