• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অসমে একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনজনকেই খুন করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল অসমের দরংয়ে। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন দীপক নাথ, তাঁর স্ত্রী প্রতিমা নাথ এবং পুত্র ধৃতিরাজ। বাড়ি থেকেই তাঁদের তিনজনের দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনজনকেই খুন করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দরংয়ের সিপাঝড় থানা এলাকার নারীকালী মন্দিরসংলগ্ন এলাকায় একটি বাড়িতে থাকতেন দীপক, তাঁর স্ত্রী প্রতিমা এবং পুত্র ধৃতিরাজ। বৃহস্পতিবার সকাল থেকে তাঁদের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়েরা ফোন করলেও উত্তর মেলেনি। তখন পড়শিদের একজন দীপকদের বাড়িতে যান। তিনি গেট খুলে ভেতরে ঢুকতেই মৃতদেহগুলি দেখতে পান। তিনিই পুলিশে খবর দেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বাড়ির পাঁচিলের কাছে দীপকের দেহ উদ্ধার হয়। দীপকের স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে ঘরের ভিতরে। তাঁর গলার নলি কাটা ছিল। তাঁদের ১৩ বছরের পুত্র ধৃতিরাজের দেহ দু’টুকরো অবস্থায় মিলেছে। দরংয়ের অতিরিক্ত পুলিশ সুপার রোজি তালুকদার জানিয়েছেন, ‘দীপকের প্রতিবেশী-আত্মীয়েরা বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের দেহ দেখতে পান। কী কারণে তিনজনের মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে।’

Advertisement

Advertisement