কংগ্রেস ছাড়ার পরদিনই পদ্ম হাতে রাজ্যসভার পথে অশোক চহ্বান

Written by SNS February 13, 2024 5:12 pm

মুম্বই, ১৩ ফেব্রুয়ারি– তাঁর হাত ছাড়ার ঘোষণাতেই জল্পনা উঠেছিল তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন৷ তখন এ ব্যাপারে কিছু না বললেও প্রত্যাশা মতোই, কংগ্রেস ছাড়ার একদিন পরই বিজেপিতে যোগ দিলেন অশোক চহ্বান৷ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি), মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গেরুয়া শিবিরে স্বাগত জানালেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস৷ দেবেন্দ্র ফড়নবীস বলেছেন, সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা ‘রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে চান৷ আর তাই তিনি বিজেপিতে যোগ দিলেন৷’
কংগ্রেস দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি নানা প্যাটোলের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল অশোক চহ্বানের৷ মূলত, সেই কারণেই কংগ্রেস ছেডে় বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি৷
সোমবারই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন অশোক চহ্বান৷ প্রদেশ কংগ্রেসের বেশ কিছু সিদ্ধান্তে তিনি অসন্ত্তষ্ট ছিলেন বলে জানা গিয়েছে৷ আসন্ন লোকসভা নির্বাচন এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে, এই প্রভাবশালী মারাঠা নেতার দল পরিবর্তন, কংগ্রেস তথা মহা বিকাশ আগাডি় সরকারের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷
সোমবার, কংগ্রেস ছাড়ার পর, অশোক চহ্বান বলেছিলেন, বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি মনস্থির করতে পারেননি৷ এক-দুদিন ভেবে জানাবেন৷ এদিন, বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘণ্টা খানেক আগেই তিনি জানান, গেরুয়া শিবিরেই যোগ দিতে যাচ্ছেন৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ থেকে আমি বিজেপির হয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে চলেছি৷’ এরপরই, রাজ্য বিজেপি শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে বিজেপির মুম্বইয়ের কার্যালয়ে তিনি বিজেপিতে যোগ দেন৷ সূত্রের খবর আগামী কাল, অর্থাৎ, ১৪ ফেব্রুয়ারি, অশোক চহ্বান বিজেপির হয়ে রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন৷ ১৪ ফেব্রুয়ারিই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ৷
প্রকাশ্যে অবশ্য অশোক চভন জানিয়েছেন, লোকসভা ভোটের মাত্র কয়েক মাস বাকি৷ এখনও মহা বিকাশ আগাডি় জোটের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করা যায়নি৷ এই দেরির জন্য তিনি ক্ষুব্ধ৷ মুম্বইয়ের কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম জানিয়েছেন, মহারাষ্ট্রের এক কংগ্রেস নেতার কাজের ধরন নিয়ে বিরক্ত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ তবে, কোনও নেতার নাম বলেননি সঞ্জয়৷ তিনি জানিয়েছেন, ওই নেতার বিরুদ্ধেল অভিযোগ নিয়ে অশোক চভান কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছেও গিয়েছিলেন৷ কিন্ত্ত, তাঁর অভিযোগকে গুরুত্ব সহকারে নেওয়া হয়নি৷ না-হলে দল ছাড়তেন না অশোক চভন৷
এদিকে, অশোক চভনকে কটাক্ষ করা শুরু করে দিয়েছেন কংগ্রেস নেতারা৷ জয়রাম রমেশ উল্লেখ করেছেন ‘বিজেপি ওয়াশিং মেশিন’-এর কথা৷ তাঁর বিরুদ্ধে হওয়া ফৌজদারি তদন্ত বন্ধ করার জন্যই অশোক চভন বিজেপিতে যোগ দিলেন বলে দাবি তাঁর৷ ‘সবকিছু পাওয়া’র পর ছেন কংগ্রেস এবং আদর্শ ত্যাগ করা দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন নানা প্যাটোলে৷