রােহিঙ্গারা উদ্বাস্তু না অনুপ্রবেশকারী? আদালতে জানতে চাইল কেন্দ্র

অবৈধভাবে অনুপ্রবেশকারী রােহিঙ্গাদের উদ্বাস্তু বলা যায় কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইল কেন্দ্র সরকার।

Written by SNS New Delhi | July 10, 2019 11:37 am

রােহিঙ্গারা উদ্বাস্তু না অনুপ্রবেশকারী? আদালতে জানতে চাইল কেন্দ্র। (File Photo: IANS)

অবৈধভাবে অনুপ্রবেশকারী রােহিঙ্গাদের উদ্বাস্তু বলা যায় কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইল কেন্দ্র সরকার। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চে আজ একটি জনস্বার্থ মামলার শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহেতা।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চের সামনে রােহিঙ্গাদের উদ্বাস্তু বলা যাবে কিনা সে বিষয়ে শীর্ষ আদালতের কাছে জানতে চাইল। আদালত বিষয়টি বাস্তবসম্মত বলে মনে করায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

মায়ানমার সরকারের দমননীতির কারণে সেদেশ থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন প্রায় চল্লিশ হাজার রােহিঙ্গা ভারতে। এদেশ থেকে রােহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরিয়ে দেওয়ার যে চেষ্টা চালাচ্ছে ভারত সরকার তার বিরুদ্ধে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা করেন দুই রােহিঙ্গা শরণার্থী।

মামলার শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে জানান, ‘সবার আগে সিদ্ধান্ত নিতে হবে এরা উদ্বাস্তু কিনা। বেআইনি অনুপ্রবেশকারীদের উদ্বাস্তু তকমা দেওয়া যাবে কিনা সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে’।

শীর্ষ আদালত কেন্দ্রর প্রস্তাব খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। পরের শুনানিতে রােহিঙ্গাদের নিয়ে শীর্ষ আদালত অবস্থান জানাবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি বেঞ্চ।