• facebook
  • twitter
Friday, 13 December, 2024

ভারতে পেগাসাসের মতো হামলার অশনি বার্তা অ্যাপলের

দিল্লি, ১২ জুলাই– ভারতে ফের পেগাসাসের মতো স্পাইওয়্যার হামলা হতে পারে৷ এমনটা জানিয়ে সতর্কবার্তা পাঠাল অ্যাপল৷ দেশের বেশ কয়েকজন রাজনীতিকবিদ তথা উদ্যোগপতিদের ম্যাসেজবার্তায় সতর্ক করে জানিয়েছে ভারতে ফের স্পাইওয়্যার হামলা হতে পারে৷ সতর্কবার্তা পাওয়ার পর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি এবং সমৃদ্ধ ভারত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পুষ্পরাজ দেশপাণ্ডে জানিয়েছেন সেকথা৷ ১০

দিল্লি, ১২ জুলাই– ভারতে ফের পেগাসাসের মতো স্পাইওয়্যার হামলা হতে পারে৷ এমনটা জানিয়ে সতর্কবার্তা পাঠাল অ্যাপল৷ দেশের বেশ কয়েকজন রাজনীতিকবিদ তথা উদ্যোগপতিদের ম্যাসেজবার্তায় সতর্ক করে জানিয়েছে ভারতে ফের স্পাইওয়্যার হামলা হতে পারে৷

সতর্কবার্তা পাওয়ার পর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি এবং সমৃদ্ধ ভারত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পুষ্পরাজ দেশপাণ্ডে জানিয়েছেন সেকথা৷ ১০ জুলাই পর্যন্ত এই দু’জন মেসেজ পেয়েছেন বলে জানিয়েছেন৷ এর বাইরে আর কেউ এমন মেসেজ পেয়েছেন কি না তা জানা যায়নি৷

মঙ্গলবার রাতে এই মেসেজ পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন ইলতিজা ও পুষ্পরাজ৷ বিশেষ ‘মার্সিনারি’ অ্যাটাকে নির্দিষ্ট কোনও ব্যক্তির ডিভাইসেই ‘আক্রমণ’ করা হয় বলে জানানো হয়েছে অ্যাপলের তরফে৷ মার্সিনারি অ্যাটাকে যে কোনও ব্যক্তির ডিভাইসে আসা মেসেজ, ছবি, মাইক্রোফেন এবং ক্যামেরাকে ‘রিয়েল টাইম’ অর্থাৎ যখন যা ঘটছে তখনই তার উপর নজরদারি চালানোর সুযোগ করে দেয়৷ দাবি করা হচ্ছে, এটি একটি ভাড়াতে স্পাইওয়্যার সংস্থা৷ এবং বেছে বেছে নির্দিষ্ট ভিভিআইপি ব্যক্তিদের টার্গেট করা হচ্ছে এই মাধ্যমে৷ ইলতিয়াজ মুফতি এবং দেশপাণ্ডে দু’জনেই জানিয়েছেন, তাঁদের ফোন আপডেট করা রয়েছে৷ এবং তাঁরা শীঘ্রই ফোন ফরেনসিকে দেবেন বলেও জানিয়েছেন৷ এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে৷

তবে পেগাসাস বা বেআইনি নজরদারি নিয়ে বিতর্ক এরআগে নাম জড়ায় স্বয়ং মোদি সরকারের৷  ২০১৯ সালে এই ইসু্যতে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ৷ অভিযোগ ওঠে, ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি সাংবাদিক এমনকী বিচারপতিদের ফোনেও নজরদারি চালানো হয়৷ বিতর্ক চরম আকার নিতেই ইজরায়েল সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তার জন্য নজরদারি চালানোর প্রযুক্তি এই সফটওয়্যার৷ তারা শুধুমাত্র বিভিন্ন দেশের সরকার, সরকারি নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থাকে পেগাসাস স্পাইওয়্যার বিক্রি করেছে৷
প্রবল বিতর্কের মুখে পড়ে মোদি সরকার জানিয়েছিল, ব্যক্তি পরিসরের মৌলিক অধিকারের প্রতি সরকার দায়বদ্ধ৷ নির্দিষ্ট কারও উপরে সরকারি নজরদারির অভিযোগ ভিত্তিহীন৷ ফোনে আডি় পাতা, হোয়াটসঅ্যাপ মেসেজে নজরদারিতে সরকারি অনুমতি লাগে৷ আইন মেনেই ফোনে আডি় পাতা হয়৷ এই বিতর্কের মাঝেই এবার পেগাসাসের মতো আরও এক সফটওয়্যারের সতর্কবার্তায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে৷