ফের ট্রেন দুর্ঘটনা, অসমে লাইনচ্যুত হল ৮টি বগি
ফের দুর্ঘটনার কবলে ট্রেন, লাইনচ্যুত হল আটটি বগি। অসমের দিবালং স্টেশনের কাছে মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস বিকেল ৪টে নাগাদ লাইনচ্যুত হয়। রেলসূত্রে খবর, ট্রেনটি বৃহস্পতিবার সকালে আগরতলা ছেড়ে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়। দুপুর ৩টে ৫৫ মিনিটে লুমডিং ও বদরপুর হিল সেকশনের কাছে ঘটনাটি ঘটে।