• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের এনকাউন্টার কাশ্মীরে, শ্রীনগরের অদূরে খতম জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

শ্রীনগরের অদূরে হােকারসার এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গি দলের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয়েছে এক জঙ্গি।

প্রতিকি ছবি (Photo: IANS)

গভীর রাত থেকেই চলেছে এনকাউন্টার। অবশেষে বুধবার সকালে মিললাে সাফল্য। শ্রীনগরের অদূরে হােকারসার এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গি দলের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয়েছে এক জঙ্গি। 

কাশ্মীর পুলিশের তরফ থেকে জানানাে হয়েছে গােপন সুত্রে খবর পায় শ্রীনগর জেলার হােকারসার এলাকায় সন্ত্রাসবাদীরা গােপন ডেরায় লুকিয়ে আছে। বেশ কয়েকদিন ধরে সন্ত্রাসবাদীদের গতিবিধি বেড়ে যাওয়ার খবরও আসছিল। 

Advertisement

সেই খবরের ভিত্তিতেই মঙ্গলবার থেকে গভীর রাত থেকে ওই এলাকায় নিরাপত্তাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী তল্লাশি অভিযান চালায়। বাহিনীর উপস্থিতি টের পেতেই জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে শুরু করে জঙ্গিরা। 

Advertisement

তবে ওই এলাকায় ক’জন সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে তা নিয়ে ধন্দে ছিল বাহিনী। তবে পাল্টা জবাব দেয় বাহিনীও। এনকাউন্টার চলাকালীন সন্ত্রাসবাদীদের আত্মসমর্পণ করতে বলা হলে তারা তাতে পাত্তা দেয়নি।

Advertisement