মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যার ঘটনায় অভিযুক্ত আনমোল বিষ্ণোইকে আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণ করা হল। বুধবার দুপুরে দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি নিয়ে যাওয়া হয় পাতিয়ালা হাউসে। সেখানেই চলবে পরবর্তী আইনি প্রক্রিয়া।
বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই আনমোল বিষ্ণোইকে হেফাজতে নেয় এনআইএ। বিমানবন্দরেই অপেক্ষা করছিলেন এনআইএ আধিকারিকরা। মহারাষ্ট্রের রাজনীতিবিদ বাবা সিদ্দিকী হত্যা-সহ একাধিক মামলায় অভিযুক্ত এই আনমোল, লরেন্স বিষ্ণোই গ্যাং-এর অন্যতম সদস্য। বিভিন্ন রাজ্যে অপরাধীর তালিকায় নাম রয়েছে তাঁর।
আনমোলের বিরুদ্ধে ভারতে ১৮টি মামলা বিচারাধীন। ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় তাঁর নাম জড়িয়ে পড়ে। এ ছাড়াও বাবা সিদ্দিকী খুনের ঘটনাতেও তিনি জড়িত বলে দাবি করা হয়। তখন থেকেই দেশছাড়া আনমোল। এনআইএ ২০২৩ সালে তার নামে চার্জশিট পেশ করেছিল।সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল, কীভাবে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর অন্যতম এই গ্যাংস্টার গোল্ডি ব্রারের সঙ্গে মিলে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে একের পর এক অপরাধ করেছিল।
আমেরিকায় বসেও সিন্ডিকেট চালিয়ে যাচ্ছিল আনমোল বিষ্ণোই। বিদেশে বসেই সে পাচারচক্র থেকে শুরু করে গ্যাংস্টারদের আশ্রয় দেওয়া, শুটারদের নির্দেশ দিয়ে আসছিল। এই চক্র ভাঙতে আনমোল বিষ্ণোইকে দীর্ঘদিন ধরে হেফাজতে চাইছিল এনআইএ। জেলে থাকার সময়েই আমেরিকার রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন আনমোল। তাঁর আবেদনের ভিত্তিতে শুনানিও হয় আমেরিকার আদালতে। ভারতের প্রত্যর্পণের আবেদনও খতিয়ে দেখে মার্কিন প্রশাসন। গত সপ্তাহে আনমোলের আবেদন খারিজ করে দেওয়া হয়।
Advertisement