নৈতিকতার কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা অনিল দেশমুখের 

বােম্বে হাইকোর্ট সিবিআইকে অনিল দেশমুখের বিরুদ্ধে ওঠা অভিযােগের তদন্ত শুরু করার নির্দেশ জারি করেছে।

Written by SNS Mumbai | April 6, 2021 3:58 pm

অনিল দেশমুখ (Photo: SNS)

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এনসিপি নেতা অনিল দেশমুখ। বােম্বে হাইকোর্ট সিবিআইকে দেশমুখের বিরুদ্ধে ওঠা অভিযােগের তদন্ত শুরু করার নির্দেশ জারি করেছে।

আগামি ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে। মহারাষ্ট্রর স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন, ‘হাইকোর্ট প্রাক্তন পুলিশ প্রধানের অভিযােগের নিরিখে তদন্তের নির্দেশ দেওয়ায় আমি নৈতিকতার কারণে ইস্তফা দিলাম।’

প্রাক্তন পুলিশ প্রধান পরমবীর সিং আবেদন করে অভিযােগ জানিয়েছেন, অনিল দেশমুখ সম্পর্কে উদ্ধব ঠাকরের কাছে অভিযােগ করেছিলেন বলে দেশমুখ তাঁকে নিশানা করে বদলি করেন। তার বিরুদ্ধে তােলাবাজি ও বেআইনি লেনদেন সহ একাধিক অভিযােগ করা হয়েছে। দেশমুখ বলেছিলেন, ‘পরমবীর সিং ক্ষমার অযােগ্য ভুল কাজ করেছেন, ফলে তাকে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অনিল দেশমুখ প্রথম থেকে ইস্তফার কথা খারিজ করে দিয়ে বলে এসেছেন, তিনি কোনও ভুল কাজ করেননি। আজ তিনি ইস্তফা পত্রে লিখেছেন, ‘ তদন্ত শুরু হবে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলাম।