তিরুঅনন্তপুরম, ১৯ জুন – কুয়েতের বহুতলে ‘অভিশপ্ত’ অগ্নিকাণ্ড ছিনিয়ে নিয়েছে বহু ভারতীয়র প্রাণ।এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা ৪৯। এই পরিস্থিতিতে কেরলের স্বাস্থ্যমন্ত্রীর সেদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না কেন্দ্র। কেন্দ্রের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদিকে এই নিয়ে চিঠিও লিখেছেন পিনারাই বিজয়ন। সেই চিঠিতে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, এই ধরনের দুর্ঘটনায় রাজনীতি বা অন্য কোনও বিষয় বিবেচিত হওয়া উচিত নয়।