• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চাবাহার নিয়ে ক্ষুব্ধ আমেরিকা, ভারতের উপর অবরোধ জারির হুঁশিয়ারি

ওয়াশিংটন, ১৪ মে– ১০ বছরের জন্য চাবাহার বন্দর নিয়ন্ত্রণ করার অধিকার পেল ভারত৷ ইরানের সঙ্গে চাবাহার বন্দর চুক্তি স্বাক্ষর কুটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত রাজনীতিবিদদের৷ অন্যদিকে, ইরানের সঙ্গে চাবাহার চুক্তি স্বাক্ষর করার জন্য জন্য ভারতের বিরুদ্ধে খড়গহস্ত মার্কিন সরকার৷ এমনকী স্পষ্ট করে ভারতের নাম না করে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য অবরোধ জারির হুঁশিয়ারি দিল

ওয়াশিংটন, ১৪ মে– ১০ বছরের জন্য চাবাহার বন্দর নিয়ন্ত্রণ করার অধিকার পেল ভারত৷ ইরানের সঙ্গে চাবাহার বন্দর চুক্তি স্বাক্ষর কুটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত রাজনীতিবিদদের৷ অন্যদিকে, ইরানের সঙ্গে চাবাহার চুক্তি স্বাক্ষর করার জন্য জন্য ভারতের বিরুদ্ধে খড়গহস্ত মার্কিন সরকার৷ এমনকী স্পষ্ট করে ভারতের নাম না করে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য অবরোধ জারির হুঁশিয়ারি দিল আমেরিকা৷
উল্লেখ্য, ইরানের চাবাহার বন্দর ১০ বছরের জন্য কার্যত লিজ নিয়েছে ভারত৷ এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ অন্যদিকে, ইরানের বিরুদ্ধে আমেরিকাসহ ইউরোপীয় অনেক দেশই আর্থিক অবরোধ জারি করে রেখেছে৷ তাই ইরানের সঙ্গে ভারতের চুক্তির কারণে স্বভাবতই অসন্ত্তষ্ট হয়েছে ওয়াশিংটন৷ এ প্রসঙ্গে আমেরিকার বক্তব্য, ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত নিজের মুখে কিছু বলুক, এটাই চায় তারা৷ ভারত-ইরান চুক্তি সম্পাদনের কয়েক ঘণ্টা পরেই মার্কিন বিদেশ মন্ত্রকের উপ মুখপাত্র সোজাসুজি ভারতের নাম না করে বলেন, যারা ইরানের সঙ্গে চুক্তি করার কথা ভাবছে বা ভাববে তারা যেন অবরোধের ঝুঁকির কথা মাথায় রাখে৷ মুখপাত্র আরও বলেন, চাবাহার বন্দর নিয়ে ইরান ও ভারতের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা আমরা শুনেছি৷ আমরা চাই ভারত নিজের মুখে চুক্তির বিষয়ে জানাক, বলেন মার্কিন আধিকারিক বেদান্ত প্যাটেল৷ তিনি আরও বলেন, আমি বলতে চাই আমেরিকার সঙ্গে যতদূর সম্পর্ক রয়েছে, তাতে ইরানের বিরুদ্ধে যে অবরোধ ছিল তা চলবে৷ তখন তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাহলে কি ভারতের বিরুদ্ধেও অবরোধ জারি হবে৷ জবাবে প্যাটেল বলেন, ইরানের সঙ্গে যে কেউ বা যারা বাণিজ্য সম্পর্ক তৈরি করবে তাদের বিরুদ্ধেও অবরোধ জারি করা হতে পারে৷

Advertisement

Advertisement