অ্যামাজন প্রাইম ভিডিওর ইন্ডিয়া হেডের সম্ভাব্য গ্রেফতারি থেকে অন্তর্বর্তী অব্যাহতি মঞ্জুর

স্বস্তিতে অ্যামাজন প্রাইম ভিডিও’র ইন্ডিয়া হেড অপর্না পুরােহিত, দেশের শীর্ষ আদালত গ্রেফতারি থেকে অপর্না পুরােহিতকে অন্তবর্তী অব্যাহতি মঞ্জুর করেছে।

Written by SNS New Delhi | March 8, 2021 5:11 pm

amazon

স্বস্তিতে অ্যামাজন প্রাইম ভিডিও’র ইন্ডিয়া হেড অপর্না পুরােহিত, দেশের শীর্ষ আদালত গ্রেফতারি থেকে অপর্না পুরােহিতকে অন্তবর্তী অব্যাহতি মঞ্জুর করেছে

শীর্ষ আদালতের বেঞ্চের তরফে বলা হয়, ‘সােশ্যাল মিডিয়ার ওপর কেন্দ্রের নিয়মবিধি শুধুমাত্র নিছক একটা নির্দেশিকা, তার কারণ ডিজিট্যাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতাে তাতে কোনও আইনি ধারা নেই।’

ওটিটি প্ল্যাটফর্মে ‘তাণ্ডব’ সম্প্রচার করার পক্ষে মত প্রকাশ করে অ্যামাজন প্রাইম ভিডিও’র ইন্ডিয়া হেড অপর্না পুরােহিতকে সম্ভাব্য গ্রেফতারি থেকে অন্তবর্তী অব্যাহতি মঞ্জুর করেছে ওয়েব সিরিজ তাণ্ডবে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে বলে উত্তরপ্রদেশ পুলিশ অ্যামাজন প্রাইম ভিডিও’র ইন্ডিয়া হেড অপর্না বিরুদ্ধে এফআইআর করেছিল

শীর্ষ আদালতের বিচারপতি অশােক ভূষণ ও বিচারপতি আর সুভাষ রেড্ডির বেঞ্চ শুনানি করার সময় বলেন, ‘আবেদনকারী গ্রেফতারি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন – – তার সঙ্গে সহযােগিতা করা উচিত।’

পাশাপাশি, শীর্ষ আদালতের তরফে উত্তরপ্রদেশ পুলিশকে নােটিশ পাঠানাে হয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও’র ইন্ডিয়া হেড অপর্না পুরােহিতকে অন্তবর্তী জামিন মঞ্জুর করে তদন্তে সহযােগিতা করতে বলা হয়েছে

শীর্ষ আদালতের বেঞ্চের তরফে বলা হয়, ‘ওটিটি প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করার জন্য আইন তৈরি করতে হবে– শুধুমাত্র নিয়মবিধি দিয়ে চলবে না ডিজিট্যাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতাে তাতে কোনও আইনি ধারা নেই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার চল এখন প্রায় মুছে যাওয়ার পথে– ওটিটি প্ল্যাটফর্মেই মানুষ সিনেমা দেখতে পছন্দ করেন এখানে কোনও স্ক্রিনিং করা হয় না, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে সিনেমার স্ক্রিনিং হওয়া দরকার।’