ডােভালেই আস্থা মােদির

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দ্বিতীয়বারও অজিত ডােভালের নাম উঠে এল।মােদির ছায়াসঙ্গী ডােভালেই আস্থা রাখল দ্বিতীয় এনডিএ সরকার।

Written by SNS New Delhi | June 4, 2019 2:38 pm

অজিত ডোভাল(File Photo: IANS)

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দ্বিতীয়বারও অজিত ডােভালের নাম উঠে এল।মােদির ছায়াসঙ্গী ডােভালেই আস্থা রাখল দ্বিতীয় এনডিএ সরকার।সেই সঙ্গে প্রাক্তন আইপিএস অফিসার কেন্দ্রীয় মন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন বলে জানা গেছে।

গত ৫ বছর মােদির বিদেশ নীতি থেকে কূটনীতি সব দিক সামলেছেন ডােভাল।একই পদে পুনর্বহাল করে আরও ৫ বছর ডােভালকে কাজ করার সুযােগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি।তবে শুধু পদ দিয়ে থেমে থাকেননি মােদি ,ডােভালকে মন্ত্রী পদমর্যাদাও দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বিতীয় এনডিএ সরকার গঠনের পরেই জল্পনা শুরু হয় জাতীয় উপদেষ্টা কে হবেন ?প্রাক্তন বিদেশ সচিব এস জয়শঙ্করকে সুষমা স্বরাজের  জায়গায় এনে বিদেশমন্ত্রী করা হয়েছে ।পাকিস্তানে ভারতের বায়ুসেনার হানা  দেওয়ার পিছনে ডােভালের সক্রিয় ভূমিকা ছিল। বালাকোটের ভারতীয় বায়ুসেনার সফল সার্জিক্যাল স্ট্রাইকের ফল পড়েছে লােকসভা নির্বাচনে।এটা ডােভালের জন্য মােদির পুরস্কার বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।