দল ছাড়লেন সাংসদ অজয় প্রদাপ সিং

Written by SNS March 16, 2024 5:41 pm

ভোটের মুখে মধ্যপ্রদেশে বিজেপির ঘরে ভাঙণ
ভোপাল, ১৬ মার্চ– লোকসভা ভোট ঘোষণার দিনই মধ্যপ্রদেশে বিজেপির ঘরে ভাঙণ৷ দল ছাড়লেন রাজ্যসভার সাংসদ অজয় প্রতাপ সিং৷ শোনা যাচ্ছে, শীঘ্রই কংগ্রেসের হাত ধরতে পারেন তিনি৷ শনিবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করেছেন তিনি৷ তবে ইস্তফায় দলত্যাগের কোন সঠিক কারণ তিনি জানাননি৷
তবে জানা গিয়েছে, আসলে অজয় সিং দলে ক্রমশ কোণঠাসা হচ্ছিলেন৷ গতমাসে রাজ্যসভা নির্বাচনে দল তাঁকে পুনর্নির্বাচিত করেনি৷ অজয় আশা করেছিলেন মধ্যপ্রদেশের সিধি লোকসভা কেন্দ্রে দল তাঁকে টিকিট দেবে৷ কিন্ত্ত সেখানে রীতি পাঠককে সরিয়ে নতুন মুখ রাজেশ মিশ্রকে প্রার্থী করেছে গেরুয়া শিবির৷ সেই ক্ষোভেই সম্ভবত দল ছাড়লেন অজয়৷
উল্লেখ্য, গত এক সপ্তাহে বিজেপি থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন দুই সাংসদ৷ একজন রাজস্থানের চুরুর সাংসদ রাহুল কাসওয়ান৷ আরেকজন হরিয়ানার হিসারের সাংসদ ব্রিজেন্দ্র সিংহ৷ হরিয়ানার আরও এক বড় নেতা বিজেপি থেকে কংগ্রেসে ফিরতে পারেন বলে খবর৷ এর বাইরে তেলঙ্গানার মেহবুবনগরের প্রাক্তন বিজেপি সাংসদ জিতেন্দ্র রেড্ডিও কংগ্রেসে যোগ দিয়েছেন৷ অন্য দল থেকে কংগ্রেসে যোগদানকারী সাংসদদের তালিকায় এবার যোগ হতে পারে অজয় প্রতাপ সিংয়ের নামও৷