• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কোভিড-পূর্ববর্তী সময়ের মতাে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে বিমান পরিষেবা, বললেন মন্ত্রী

বিমান পরিষেবা কি আগের মতাে স্বাভাবিক হবে? কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী'র কথায় কিন্তু আশার আলােই দেখা যাচ্ছে।

প্রতিকি ছবি (Photo: Getty Images)

বিমান পরিষেবা কি আগের মতাে স্বাভাবিক হবে? কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী’র কথায় কিন্তু আশার আলােই দেখা যাচ্ছে। বিমান পরিষেবা ডিসেম্বরের শেষে অথবা ২০২১-এর গােড়ায় আবার প্রি কোভিড পর্যায়ের মতাে হতে চলেছে। এমনটাই জানিয়েছেন পুরী।

সােমবার একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, আমরা দেশে অসামরিক বিমান পরিষেবা চালু করেছি গত ২৫ মে। অর্থাৎ লকডাউনের ঠিক দু’মাস বাদে। প্রতিদিন গড়ে তিরিশ হাজার যাত্রী হচ্ছিল সে সময়। কিন্তু এখন করােনা পরিস্থিতি অনেকটাই বদলেছে। দু’দিন আগে দীপাবলির সময় দেশে বিমান যাত্রীর সংখ্যা ছিল ২.২৫ লক্ষ।

Advertisement

আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনও স্বাভাৰ্কি না হলেও ডােমেস্টিক বিমান পরিষেবা অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে দাবি করেন তিনি। তার মতে, দেশে এখন ৭০ শতাংশ বিমান চালানাে সম্ভব হচ্ছে। খুব শীঘ্রই স্টো বেড়ে ৮০ শতাংশ হতে চলেছে। আগামী ৩১ ডিসেম্বর বা তার কিছু পরে কোভিড পরিস্থিতির আগের মতােই বিমান চলাচল শুরু হয়ে যাবে গােটা দেশে।

Advertisement

Advertisement