• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

‘এআই স্টিভ’ এবার রাজনীতির ময়দানেও

লন্ডন, ২৫ জুন– ২০২৩ সালের সব থেকে আলোচনার বিষয় ছিল ‘এআই’৷ সেই সময় এআই নিয়ে চাকরির বাজারে কালো মেঘের ছায়া দেখা দিলেও এর ব্যবহার বেড়েছে বই কমেনি৷ ২০২৪ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রতিদিনের জীবনে আরও বেশি বেশি করে ঢুকে পড়বে বলে আগেই পূর্বাভাস দিয়েছিলেন বিজ্ঞানীরা৷ কার্যক্ষেত্রে সেটাই হতে চলেছে৷ এআই-এর প্রভাবে বছরের শুরু থেকেই কাজ

লন্ডন, ২৫ জুন– ২০২৩ সালের সব থেকে আলোচনার বিষয় ছিল ‘এআই’৷ সেই সময় এআই নিয়ে চাকরির বাজারে কালো মেঘের ছায়া দেখা দিলেও এর ব্যবহার বেড়েছে বই কমেনি৷ ২০২৪ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রতিদিনের জীবনে আরও বেশি বেশি করে ঢুকে পড়বে বলে আগেই পূর্বাভাস দিয়েছিলেন বিজ্ঞানীরা৷ কার্যক্ষেত্রে সেটাই হতে চলেছে৷ এআই-এর প্রভাবে বছরের শুরু থেকেই কাজ হারিয়েছেন বহু মানুষ৷ এবার রাজনীতিতেও ঢুকে পড়ল এআই৷ ৪ জুলাই, ব্রিটেনের সাধারণ নির্বাচন৷ আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এআই প্রার্থী, ‘এআই স্টিভ’৷
আসলে, এই এআই প্রার্থীর পিছনে রয়েছে একজন মানুষ – এআই সংস্থা, ‘নিউরাল ভয়েসে’র চেয়ারম্যান স্টিভ এন্ডাকট৷ ব্রিটেনের ব্রাইটন প্যাভিলিয়ন নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি৷ আর তাঁর প্রচারের সম্মুখভাগে রয়েছে তাঁর এআই অবতার, ‘এআই স্টিভ’৷ শুধু প্রচারের দায়িত্বেই নেই এআই স্টিভ৷ স্টিভ এন্ডাকট সাফ জানিয়েছেন, জিতলে মানব রাজনীতিবিদ হিসেবে তিনি সংসদে যাবেন ঠিকই, কিন্ত্ত তাঁর সমস্ত নীতি এবং পদক্ষেপ নিয়ন্ত্রণ করবে তাঁর সহ-পাইলট, এআই স্টিভ৷
তিনি আরও জানিয়েছেন, তাঁকে বা অন্য কোনও রাজনৈতিক নেতাকে সবসময় হাতের কাছে পান না সাধারাণ মানুষ৷ কিন্ত্ত, এআই স্টিভকে যে কোনও সময় প্রশ্ন করতে পারবেন, তাঁদের উদ্বেগ জানাতে পারবেন সাধারণ মানুষ৷ এন্ডাকট জানিয়েছেন, তিনি এআই-এর ক্ষমতা ব্যবহার করে এমন একজন রাজনীতিবিদ তৈরি করতে চেয়েছেন, যিনি প্রতিনিয়ত ভোটারদের কথা শুনে, তাদের মতামত গ্রহণ করে কে নীতিগত সিদ্ধান্ত নেবেন৷
জানা গিয়েছে, নিউরাল ভয়েসের অত্যাধুনিক ভাষাগত এআই মডেল এবং এন্ডাকটের দলীয় নীতির একটি ডাটাবেসের মাধ্যমে পরিচালিত হয় এআই স্টিভ৷ ভোটাররা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সরাসরি তার সঙ্গে কথা বলতে পারেন, ভাব বিনিময় করতে পারেন৷ এআই স্টিভকে তাঁরা বিভিন্ন প্রশ্ন করতে পারেন, তার সঙ্গে তাঁদের মতামত ভাগ করে নিতে পারেন৷
এর আগেও একবার ভোটে দাঁডি়য়েছিলেন স্টিভ এন্ডাকট৷ ২০২২ সালের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ দলের প্রার্থী হয়েছিলেন৷ সেবার অবশ্য জিততে পারেননি৷ এবার অবশ্য তাঁর এআই অবতার ব্রিটেনের রাজনীতিতে ঝড় তুলেছেন৷ এবার তিনি প্রার্থী নির্দল হিসেবে৷ এআই স্টিভের প্রচার তাঁকে রাজনৈতিক সাফল্য দেয় কিনা সেটাই এখন দেখার৷