• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

আহমেদাবাদের বিমান দুর্ঘটনা স্মরণ করাচ্ছে ভারতের ৪টি ও বিশ্বের ১০টি ভয়াবহ দুর্ঘটনাকে

চতুর্থ স্থানে রয়েছে ১৯৬৬ সালের সুইজারল্যান্ডের মন্ট ব্ল্যাঙ্ক দুর্ঘটনা। ১৯৬৬ সালের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১০১, বোয়িং ৭০৭ (কাঞ্চনজঙ্ঘা) সুইজারল্যান্ডের মন্ট ব্ল্যাঙ্ক পর্বতে ধাক্কা মারে।

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা ভারতের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনাগুলির স্মৃতি উসকে দিয়েছে। স্বাধীনতার পর ভারতে ঘটে যাওয়া সবচেয়ে চারটি বড় বিমান দুর্ঘটনার মধ্যে রয়েছে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা। এই চারটি বিমান দুর্ঘটনার মধ্যে আহমেদাবাদ ছাড়াও রয়েছে ১৯৬৬ সালে সুইজারল্যান্ডের মন্ট ব্ল্যাঙ্ক দুর্ঘটনা, ১৯৭৮ সালে আরব সাগরে বিমান দুর্ঘটনা, ১৯৮৫ সালে কনিষ্ক বিমানে বিস্ফোরণ ও ২০১০ সালের ম্যাঙ্গালোর বিমান দুর্ঘটনা।

এই দুর্ঘটনাগুলির মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছিল ১৯৮৫ সালে আরব সাগরে কনিষ্ক বিমানে বিস্ফোরণে। ১৯৮৫ সালের ২৩ জুন, টরন্টো থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৮২, যা কনিষ্ক নামেও পরিচিত ছিল। সেটি মাঝ আকাশেই বিস্ফোরণে উড়ে যায়। খালিস্তানি জঙ্গিরা গোপনে এই বিমানে বোমা রেখে দেয়। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে এবং বিমানে থাকা ৩২৯ জন যাত্রীর মৃত্যু হয়।

দ্বিতীয় স্থানে রয়েছে ১৯৭৮ সালের আরব সাগরের বিমান দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ১৯৭৮ সালের ১ জানুয়ারি, মুম্বইয়ের সান্তাক্রুজ বিমানবন্দর থেকে টেক অফের মাত্র দু’মিনিট পরেই আরব সাগরে ভেঙে পড়ে একটি দুবাইগামী বিমান। এই ঘটনায় বিমানে থাকা ২১৩ জন যাত্রীই মারা যান।

মৃতের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে ২০১০ সালের ম্যাঙ্গালোর বিমান দুর্ঘটনা। ২০১০ সালের ২২ মে, দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট ৮১২ রানওয়ে ছাড়িয়ে গিয়ে ধাক্কা খায় ম্যাঙ্গালোর বিমানবন্দরের কাছে। তৎক্ষণাৎ বিমানে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ১৫৮ জন যাত্রীর।

আর চতুর্থ স্থানে রয়েছে ১৯৬৬ সালের সুইজারল্যান্ডের মন্ট ব্ল্যাঙ্ক দুর্ঘটনা। ১৯৬৬ সালের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১০১, বোয়িং ৭০৭ (কাঞ্চনজঙ্ঘা) সুইজারল্যান্ডের মন্ট ব্ল্যাঙ্ক পর্বতে ধাক্কা মারে। নিহত হন বিমানের ১১৭ জন যাত্রী ও কর্মী। ওই বিমানে ছিলেন ভারতের পারমাণবিক গবেষণার জনক হোমি জেহাঙ্গির ভাবাও।

অন্যদিকে আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা ভারতের পাশাপাশি স্মরণ করাচ্ছে বিশ্বের আকাশে ঘটে যাওয়া সবচেয়ে বড় ১০ টি দুর্ঘটনা কথা। এই ১০টি দুর্ঘটনার মধ্যে রয়েছে ১৯৭৭ সালের টেনেরিফ বিমানবন্দর বিপর্যয় (মৃত্যু ৫৮৩ জনের), ১৯৮৫ সালের জাপান এয়ারলাইনস ফ্লাইট ১২৩ (মৃত্যু ৫২০ জনের), ১৯৯৬ সালের চারখি দাদরি সংঘর্ষ (মৃত্যু ৩৪৯ জনের), ২০০৯ সালের এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ (মৃত্যু ২২৮ জনের), ২০১৪ সালের মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ১৭ (মৃত্যু ২৯৮ জনের) , ১৯৮৫ সালের এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৮২(মৃত্যু ৩২৯ জনের) , ১৯৭৪ সালের তুর্কি এয়ারলাইন্স ফ্লাইট ৯৮১ (মৃত্যু ৩৪৬ জনের), ২০০১ সালের আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ৫৮৭ দুর্ঘটনা (মৃত্যু ২৬৫ জনের)।