গোটা দেশে ঝড় তুলেছে আরজি কর হাসপাতালের নির্যাতিতার নৃশংস হত্যাকাণ্ড। সোচ্চার হচ্ছেন লক্ষ লক্ষ বিবেকবুদ্ধি সম্পন্ন মানুষ। অথচ নারী নির্যাতনের ঘটনা খবরের শিরোনামে উঠে আসছে না এমন একটি দিনও আছে কী ? শুক্রবারও দিল্লির সুলতানপুরী এলাকার এক স্কুলে সপ্তম শ্রেণির এক পড়ুয়াকে যৌননিগ্রহের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে, যিনি নাকি আবার পড়ুয়াদের আত্মরক্ষার শিক্ষা দিতেন। সম্প্রতি স্কুলে দুই পড়ুয়ার যৌননিগ্রহের ঘটনায় মহারাষ্ট্রের বদলাপুরে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে ।একই ঘটনার পুনরাবৃত্তি এবার দিল্লির স্কুলে ।
দিল্লির স্কুলে এই ছাত্রী নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসতেই পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সোচ্চার হন পড়ুয়াদের অভিভাবকেরা। তাঁরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা । শিক্ষামন্ত্রী অতীশী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ।
Advertisement
Advertisement
Advertisement



