পিএফে মিটল জন্মের প্রমাণপত্র হিসাবে আধারের সমস্যা

Written by SNS January 18, 2024 3:57 pm

দিল্লি, ১৮ জানুয়ারি–  এবার আর পিএফে জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড লাগবে না৷ এমটাই ঘোষণা করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও৷ ভারত সরকারের শ্রম মন্ত্রকের অধীনে পরিচালিত হয় ইপিএফও৷ সেখানে অ্যাকাউন্টের ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ডকে গণ্য না করার কথা জানানো হয়েছে৷ যদিও অনেক সংস্থায় আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসাবে গণ্য করে থাকে৷ কিন্ত্ত আধার অ্যাক্ট, ২০১৬ অনুযায়ী আধার কার্ড কোনও ব্যক্তির অনন্য পরিচয়পত্র হলেও তা জন্মের প্রমাণপত্র নয়৷ ইউআইডিএআই জানাচ্ছে, কোনও ব্যক্তির পরিচয় নির্ণয়ের ক্ষেত্রে আধার কার্ড দরকারি হলেও কিন্ত্ত সেই ব্যক্তির জন্মের প্রমাণ বহন করে না আধার৷ ইউআইডিএআইএর এই নির্দেশিকার উপর ভিত্তি করেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আধার কার্ডকে জন্মের প্রমাণপত্রের তালিকা থেকে বের করে দিয়েছে৷ সঙ্গে কোন কোন পরিচয়পত্র জন্মের পরিচয়পত্র হিসাবে পরিগণিত হবে তাও জানিয়েছে৷
স্বীকৃত সরকারি বোর্ডের মার্কশিটও এই প্রমাণপত্রের কাজ করবে৷ স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, যাতে নাম এবং জন্মতারিখের উল্লেখ রয়েছে, তাও জন্মের প্রমাণপত্র হিসাবে ইপিএফও-তে গৃহীত হবে৷
আধার কার্ডকে জন্মের প্রমাণপত্রের তালিকা থেকে সরানোর জন্য সার্কুলার আগেই জারি হয়েছিল৷ সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার তাতে সম্মতি দিতে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ এবং সার্ভারে এ সংক্রান্ত প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজও শুরু হয়ে গিয়েছে৷ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আধার কার্ড জন্মের প্রমাণপত্র হিসাবে গণ্য না হলেও, কোন কোন পরিচয়পত্র জন্মের পরিচয়পত্র হিসাবে গণ্য হবে, তা জানিয়েছে ইপিএফও৷ বার্থ সার্টিফিকেট দিয়ে জন্মের প্রমাণ দেওয়া যাবে৷