রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া। এই আবহে রবিবার সকালে সল্টলেকের বিএ ও সিএ ব্লক থেকে বেশ কয়েকটি আধার কার্ড উদ্ধার হয়েছে। কীভাবে এতগুলি আধার কার্ড ওই এলাকায় এল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। যাঁদের নামে ওই আধার কার্ড, তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া আধার কার্ডগুলি ভিন রাজ্যের। কীভাবে সেগুলি সল্টলেকের রাস্তায় এল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রবিবার সকালে সল্টলেকের বিএ ও সিএ ব্লকে হাঁটতে বের হন প্রাতঃভ্রমণকারীরা। সেই সময় তাঁরা রাস্তায় বেশ কয়েকটি আধার কার্ড পড়ে থাকতে দেখেন। সেগুলিতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের ঠিকানা রয়েছে। তড়িঘড়ি প্রাতঃভ্রমণকারীরা বিধাননগর উত্তর থানায় খবর দেন। দ্রুত পুলিশ এসে কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। কার্ডগুলি ওই এলাকায় কীভাবে এল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। কার্ডগুলি অরিজিন্যাল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
কার্ডে থাকা নাম এবং নম্বর খতিয়ে দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাঁদের মধ্যে অনেকে পুলিশকে জানিয়েছেন, একটি সংস্থার মাধ্যমে রাজারহাট এলাকায় কাজে এসেছিলেন তাঁরা। সেই সংস্থায় আধার কার্ড জমা দিয়েছিলেন। কিন্তু কীভাবে সেগুলি সল্টলেকের রাস্তায় এল তা নিয়ে শুরু হয়েছে ধন্দ। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর বিধাননগর থানার পুলিশ। এসআইআর আবহে এতগুলি আধার কার্ড উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement